নিজস্ব সংবাদদাতা : মানুষের থেকে করোনা ছড়িয়েছে জন্তুদের মধ্যে, এমনটাই দাবি মার্কিন গবেষকদের। জানা যাচ্ছে করোনা সংক্রমণের কারণেই নাকি মারা গিয়েছে দেশের মিঙ্ক নামক একপ্রকার বেঁজি প্রজাতির প্রাণী। জানা গিয়েছে প্রথমবার অগাস্ট মাসে মিঙ্ক-এর মধ্যে এই সংক্রমণ লক্ষ্য করা গিয়েছিল। প্রাথমিক গবেষণার পর জানা যায়, মানুষের থেকেই এই প্রাণীগুলির মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়েছে। প্রথমে ২০০০ মিঙ্কের শরীরে এই সংক্রমণ লক্ষ্য করা গিয়েছিল। তবে এই প্রাণীগুলির থেকে মানুষের শরীরে করোনা সংক্রমিত হওয়ার কোনও প্রমাণ নেই। এর আগে একই ভাবে এই জন্তুদের মধ্যে করোনা সংক্রমণের প্রকোপ লক্ষ্য করা গিয়েছিল নেদারল্যান্ডস, ডেনমার্ক এবং স্পেনে। ইউরোপে এই প্রাণীদের মধ্যে করোনা সংক্রমণের কেস প্রথমে চলতি বছরের এপ্রিলে ধরা পড়েছিল। প্রথমে নেদারল্যান্ডসে ১০ হাজার মিঙ্ক সংক্রমিত হয়েছিল। এরপর আরও ৫০ হাজার মিঙ্ককে গ্যাস দিয়ে মেরে দেওয়া হয়েছিল সংক্রমণ ছড়ানোর ভয়ে। এবার আমেরিকার উটাহা এবং উইসকিনসন প্রদেশ এই একই ঘটনা ঘটেছে যার জেরে উগ্বিগ্ন বিশেষজ্ঞরা। বর্তমান পরিস্থিতিতে এই সব প্রাণীর ফার্মকে কোয়ারেন্টাইন করে রাখা হচ্ছে যাতে এই প্রাণীদের মধ্যো করোনা সংক্রমণ না ছড়ায়। মানুষেরই মতো সংক্রমিত এই মিঙ্কদের নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। এর জেরেই তাদের মৃত্যু হচ্ছে।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল