নিজস্ব সংবাদদাতা: রাজ্যপাল কি আরএসএসের নির্দেশেই সমস্ত কাজ করেন? তাহলে কী ওনার বিরুদ্ধে শাসক দলের অভিযোগ ঠিক? সম্প্রতি তাঁর একটি টুইট ঘিরে সেই জল্পনা আরো বেড়ে গেছে। ব্যাপারটা খোলসা করেই বলা যাক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইটারে ট্যাগ করে সুরজিত্ করপুরকায়স্থ ও রিনা মিত্রর মত অবসরপ্রাপ্ত আইপিএসদের নিরাপত্তা উপদেষ্টা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা উপদেষ্টা করে কী লাভ হল সেই প্রশ্ন তোলেন ধনকড়। টুইটে সুরজিত্ করপুরকায়স্থ ও রিনা মিত্রকে নিয়োগের চিঠিও এনক্লোজ করেছিলেন রাজ্যপাল। আর সেই চিঠির ছবিতে দেখা যায়, সেটি আরএসএসের কোনও সদস্য তাঁকে পাঠিয়েছেন। এ নিয়ে ফের একবার রাজ্য বনাম রাজ্যপাল তরজা তুঙ্গে উঠেছে।এ নিয়ে রাজ্যপালকে আক্রমণ করেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পরে যদিও রাজ্যপালের টুইটে আরএসএসের ওই নাম আর দেখা যায়নি।পার্থবাবু টুইটে লেখেন, ‘ভারতের কোনও রাজ্যের রাজ্যপালের ঘনিষ্ঠভাবে স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত থাকা উচিত নয়, দূরে থাকা উচিত। কিন্তু রাজ্যপাল জগদীপ ধনকড় বিজেপি-র অঙ্গুলিহেলনে সরাসরি আরএসএসের নির্দেশে কাজ করেন’। ধনকড়-এর এই টুইট পোস্ট করে তাঁকে আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তাঁর বক্তব্য, “রাজ্যের সাংবিধানিক প্রধান কি তাহলে আরএসএস-এর কথায় কাজ করেন?” আরএসএস সুধীর কে? তাঁর সঙ্গে রাজ্যপালের সম্পর্ক ঘিরে এখন উত্তাল সোশ্যাল মিডিয়া। বিদ্বজনেরা বলছেন , বাংলার সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে রাজ্য সরকারকে নিশানা করতে গিয়ে এবার নিজেই বেকায়দায় পড়লেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
Report by Sukanto Mitro _ DS News
Reported on – 17-October-2020
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন