মার্চ 25, 2023

Disha Shakti News

New Hopes New Visions

আরও একটি মিসাইল উৎক্ষেপণে সাফল্য ভারতের


নিজস্ব সংবাদদাতা : ওড়িশার বালাসোরে সফল উৎক্ষেপণ করা হলো কুইক রিয়াকশান সারফেস টু এয়ার মিসাইলের। ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার সময় সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়। কুইক রেসপন্স সারফেস টু এয়ার মিসাইলের সফল পরীক্ষার জন্য কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শুভেচ্ছা জানিয়েছেন। পূর্ব লাদাখ সেক্টর ও জম্মু ও কাশ্মীরের পাকিস্তান আর চিনের সঙ্গে চলমান বিবাদের কারণে সারফেস টু এয়ার মিসাইলের সফল উৎক্ষেপণ ভারতীয় সেনা জওয়ানদের মনোবল আরও বাড়িয়ে দেবে বলেই মনে করেছেন সমর বিশেষজ্ঞরা। একটি মাঝারি পরিসীমা এবং উচ্চতায় পাইলটহীন বিমানে সরাসরি আঘাত করতে সমর্থ হয় এই মিসাইল। ডিআরডিও জানিয়েছে, পরীক্ষার সময় রাডারগুলি দূরপাল্লার সীমানা থেকে পাইলটহীন বিমানকে লক্ষ্য করে। ক্ষেপণাস্ত্রটি একটি একক পর্যায়ের সলিড প্রোপেলান্ট রকেট মোটরের মাধ্যমে চালানো যায়। আর এটি দেশীয় সমস্ত সাবসিস্টেমে ব্যবহার করা হয়। পাশাপাশি জানান হয়েছে সিস্টেমটি ৬টি ক্ষেপনাস্ত্র বহন করতে সক্ষম। ব্যাটারি মাল্টি ফাংশন ব়়্যাডার, ব্যাটারি নজরদারি ব়্যাডার, ব্যাটারি কমান্ড পোস্ট ভিইকেলস এবং লঞ্চারের মত সমস্ত কিউআরএসএএম অস্ত্র সিস্টেমটিটে ব্যবহার করা হয়েছিল পরীক্ষার সময়। ডিআরডিও জানায়, পরীক্ষাটি কিউআরএসএএম দ্বারা প্রাপ্ত “বড় মাইলফলক”। অনেক আধুনিক ক্ষেপণাস্ত্রের মতো কিউআরএসএএম, একটি ক্যানিস্টার-ভিত্তিক সিস্টেম, যার অর্থ এটি বিশেষভাবে ডিজাইন করা বিভাগগুলি থেকে পরিচালনা করা হয়। এই সিস্টেমের মাধ্যমে মাটি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র ছোঁড়া সম্ভব হবে। লঞ্চারটি তৈরির মূল উদ্দেশ্য ছিল মাটি থেকে প্রতিপক্ষের যুদ্ধবিমানে আঘাত করা।

Share this News
error: Content is protected !!