নিজস্ব সংবাদদাতা : আরসিবিকে ৫ উইকেটে হারিয়ে আইপিএল ২০২০-র প্রথম দল হিসেবে শেষ চারে কোয়ালিফাই করল মুম্বই ইন্ডিয়ান্স।এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক কায়রন পোলার্ড। রোহিতের অনুপস্থিতিতে এদিন তিনিই অধিনায়কত্ব করেন।আরসিবি হয়ে দুই ওপেনার জোসুয়া ফিলিপে ও দেবদূত পাড়কল আক্রমণাত্বকভাবে শুরু করেন ইনিংস। ২৪ বলে ৩৩ রান করে ফিলিপ যখন আউট হন তখন দলের রান ৭.৫ ওভারে ৭১ রান। এরপর ৯ রান করে ফিরে যান অধিনায়ক বিরাটও । তবে আরেক ওপেনার দেবদূত পাড়িক্কল এবং এবি ডি’ভিলিয়ার্স দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন। ১৫.২ ওভারে আরসিবির ১৩১ রানের মাথায় আউট হন এবি ডি’ভিলিয়ার্স (১৫)।আর এরপরই আচমকা ধস নামে বিরাটদের ব্যাটিং লাইন আপে। দুরন্ত বোলিংও করেন মুম্বইয়ের পেসাররা। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রানে থামে আরসিবির ইনিংস। ১৬৫ রান তাড়া করে ঈশান কিশান ২৫ ও কুন্টন ডিক’ক ১৮ রান করে আউট হলেও তিন নম্বরে নেমে সূর্যকুমার যাদব ম্যাচ ধরে নেন। ৪৩ বল খেলে ১০টি চার ও ৩টি ছক্কায় মুম্বইকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন। এই নিয়ে চলতি আইপিএল দ্বিতীয়বার ৭৯ রান হাঁকিয়ে দলকে জয় এনে দিলেন সূর্যকুমার। আইপিএল ২০২০তে মুম্বইয়ের ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যানের এটি তৃতীয় অর্ধশতরান। রাজস্থান ম্যাচের পর আরসিবি ম্যাচে ৭৯ রানে অপরাজিত থাকলেন, যা আইপিএল কেরিয়ারের ইনিংসে সূর্যর ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর।
Reported on – 29-October-2020
More Stories
শীতের ঠান্ডায় গরমাগরম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট
বেহালায় নতুন বছরে জাতীয়স্তরের ক্যারাটে প্রতিযোগিতা
বৃষ্টিভেজা নর্দান পার্কে জয় হল ফুটবলের , চ্যাম্পিয়ন সুরুচি সংঘ