নিজস্ব সংবাদদাতা : করোনা আবহে কয়েক মাস আগে ‘আরোগ্য সেতু’ অ্যাপ তৈরি করে কেন্দ্রীয় সরকার। গুগুল প্লে-স্টোর থেকে সেই অ্যাপ ডাউনলোড করার ব্যাপারেও পরামর্শ দেওয়া হয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে। বিশেষ এই অ্যাপ-এর মাধ্যমে সহজেই জানা যায় এলাকার করোনা-চিত্র। অ্যাপ ব্যবহারকারীর ১-১০ কিমি দূরত্ব পর্যন্ত কোনও করোনা রোগী রয়েছেন কিনা তা জানা যায় অ্যাপটির মাধ্যমে। এছাড়াও করোনা নিয়ে কয়েকগুচ্ছ তথ্য মেলে ‘আরোগ্য সেতু’ অ্যাপ-এর মাধ্যমে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধিকর্তা টেড্রোজ আধানম ঘেব্রিয়েসুস ভারত সরকারের তৈরি ‘আরোগ্য সেতু’ অ্যাপ-এর ভূয়সী প্রশংসা করেছেন। তাঁর মতে, এই অ্যাপটির মাধ্যমে সংশ্লিষ্ট স্বাস্থ্য দফতরও সহজেই করোনাপ্রবণ এলাকা চিহ্নিত করতে পারেন। অ্যাপটির মাধ্যমে দ্রুত করোনাপ্রবণ এলাকা চিহ্নিত হওয়ার পরে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার কাজও সহজ হয়ে যায়।ভারত থেকে আরোগ্য সেতু অ্যাপ্লিকেশনটি ১৫০ মিলিয়ন ব্যবহারকারী ডাউনলোড করেছেন এবং নগর জনস্বাস্থ্য বিভাগকে এমন জায়গাগুলি সনাক্ত করতে সহায়তা করেছে যেখানে ক্লাস্টারগুলি প্রত্যাশিত হতে পারে এবং লক্ষ্যবস্তু উপায়ে পরীক্ষা সম্প্রসারণ করতে পারে। করোনার ভ্যাকসিন প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধিকর্তার মত , ‘এই মুহূর্তে ভ্যাকসিন কবে বেরোবে তা নিয়ে অপেক্ষা করে থাকার চেয়ে আপাতত করোনাকে মোকাবিলা করার যে চিকিত্সা ব্যবস্থা মজুত রয়েছে তাকেই কাজে লাগানো উচিত’।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল