নিজস্ব সংবাদদাতা : ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। রণবীর-আলিয়ার মতোই গোপনে চুটিয়ে প্রেম করছেন এই জুটি। তবে নতুন বছরের শুরুতেই এই প্রেম আর চাপা থাকল না, প্রকাশ্যে চলে এল। বর্ষবরণে ক্যাটরিনা ও ভিকি একই সঙ্গে সময় কাটাচ্ছেন বলেন মনে করছেন নেটিজেনরা। ভাই সানি কৌশলের সঙ্গে ছুটি কাটানোর এই ছবি পোস্ট করে অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা জানান ভিকি কৌশল। অন্যদিকে ক্যাটরিনা কাইফও বোন ইসাবেলা কাইফের সঙ্গে ছবি পোস্ট করে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। জল্পনা শুরু হয়েছে ভিকি-ক্যাটরিনার এই পোস্ট থেকেই। আলিবাগে ছুটি কাটাটে গিয়ে তাঁরা যে হোটেলে রয়েছেন, ১ জানুয়ারি নিজের ইনস্টা স্টোরিতে তাঁর বেশ কিছু ছবি পোস্ট করেন ক্যাটরিনার বোন ইসাবেলা। তাতে দেখা যাচ্ছে নীল সুইমিং পুলের সামনে সাজানো রয়েছেন একাধিক রংবেরঙের কুশান। অন্যদিকে ভিকির পোস্ট করা ছবিতেও তাঁকে তাঁর ভাইয়ের সঙ্গে একই সুইমিং পুলের সামনে দেখা যায়। আর তাতেই তাঁরা যে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন তা ধরে ফেলেন নেটিজেনরা।ছবির ক্যাপশানে ক্যাট লিখেছিলেন, ‘সোয়েটার ওয়েদার’। ক্যাটরিনার পোস্ট করা ইনস্টা স্টোরির ব্যকগ্রাউন্ডের কাঁচে ফুটে ওঠে ভিকির মতো দেখতে একজন। আর তাতেই দুয়ে দুয়ে চার করে নেন নেটিজেনরা।
New Hopes New Visions
More Stories
বলিউডে পা রাখছেন শাহরুখ কন্যা ও অমিতাভের নাতি
পণ্ডিত শিবকুমার শর্মা প্রয়াত ভেঙে গেল ‘শিব-হরি’ জুটি
প্রথম শো -তেই সুপারহিট নাটক ” সঙ্গিনী “