নিজস্ব সংবাদদাতা : অমিত শাহের শর্তসাপেক্ষে আলোচনার প্রস্তাব ফিরিয়ে দিলেন বিক্ষোভকারী কৃষকরা । উল্টে দিল্লি অবরুদ্ধ করার ডাক দিয়ে আরও বেশি সংখ্যক কৃষক জড়ো হয়েছেন দিল্লি- হরিয়ানা সীমান্তে। পরিস্থিতি সামাল দিতে রবিবার গভীর রাতে বিজেপি সভাপতি জে পি নাড্ডার সঙ্গে তাঁর বাড়িতে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। গত তিন দিন ধরে দিল্লি সীমান্তের কাছে বিক্ষোভ দেখাচ্ছেন হাজার হাজার কৃষক। মূলত পঞ্জাব এবং হরিয়ানা থেকে জড়ো হয়েছেন এই কৃষকরা। নতুন পাশ হওয়া তিনটি কৃষি আইন বাতিল এবং ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন কৃষকরা। রবিবার সকালে কেন্দ্রীয় সরকারের প্রস্তাব খারিজ করে দিয়ে তাঁরা দাবি করেন, কোনও শর্ত ছাড়াই তাঁদের আলোচনায় ডাকা উচিত ছিল সরকারের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রস্তাব দিয়েছিলেন, কৃষকরা যদি শুধুমাত্র দিল্লি বুরারিতে সরকারের চিহ্নিত করে দেওয়া জায়গাতেই শান্তিপূর্ণ বিক্ষোভ দেখান, তাহলে আগামী ৩ ডিসেম্বর তাঁদের সঙ্গে আলোচনায় বসা হবে। কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দিয়েছেন কৃষকরা। তাঁরা হুমকি দিয়েছেন, সোনিপথ, রোহতক, জয়পুর, গাজিয়াবাদ-হাপুর এবং মথুরা- দিল্লির এই পাঁচটি প্রবেশপথ বন্ধ করে দেবেন তাঁরা।তবে কৃষকরা এতটুকু সরকারকে বিশ্বাস করছে না। ভারতের কৃষি ইউনিয়নের পাঞ্জাব শাখার প্রেসিডেন্ট জগজিত্ সিং এ প্রসঙ্গে বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী শর্ত দিয়ে আলোচনায় বসার কথা বলেছেন। তিনি যদি কোনও শর্ত না দিয়ে আলোচনায় বসার কথা বলতেন, তাহলে ভাল হত।’
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল