নিজস্ব সংবাদদাতা : এখন চারিদিকে কেবল একটাই প্রশ্ন আর তা হল, কবে আসবে করোনার ভ্যাকসিন। যদিও বর্তমানে একাধিক ভ্যাকসিন নিয়ে ট্রায়াল চলছে , তবে তার গুণগত মান নিয়ে একাধিক প্রশ্ন উঠছ। ভারতের মতো বিরাট জনসংখ্যাবিশিষ্ট দেশে প্রত্যেকটা মানুষের কাছে করোনার ভ্যাকসিন পৌঁছে দেওয়াটা খুবই চ্য়ালেঞ্জিং। তবে এই চ্যালেঞ্জকে সফল করতে কোভিন অ্যাপ (Covin App) নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে ভারত সরকার। কেন্দ্রীয় সরকারের তৈরি কোভিন অ্যাপে টিকাকরণ প্রক্রিয়া, বন্টন, বিতরণ, সংরক্ষণ ও টিকাদানের সময়সূচি সমস্ত বিষয়ে তথ্য থাকবে। এই অ্যাপের সাহায্যে রিয়েল টাইম বেসিসে এও জানা যাবে যে কে ভ্যাকসিন পেয়েছে, কতোগুলি ভ্যাকসিন কেনা হয়েছে আর তার মধ্যে কতোগুলি বাকি আছে। এমনকি প্রথম পর্বে টিকাকরণের জন্য তালিকভুক্ত মানুষকে এই বিষয়ে অবগত করার কাজও করবে এই অ্যাপ। তথ্য সংগ্রহের জন্য মূলত রাজ্য ও কেন্দ্রের তৈরি অ্যাপ ও আইসিএমআর, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওপর নির্ভর করবে। এই অ্যাপটির সাহায্য সরকারের কর্মী ও আধিকারিকরা সাধারণ মানুষকে তালিকাভুক্তির খবর ও টিকাকরণ সম্পর্কে সচেতন করতে পারবে। পাশাপাশি টিকাদান পর্ব সম্পন্ন হলে এই অ্যাপের মাধ্যমেই মিলবে সার্টিফিকেট, যা সংগ্রহ করা যাবে ডিজি লকারের মাধ্যমে।এই অ্যাপের সাহায্যে টিকা সংরক্ষণের কাজও ডিজিটাইজ করা হচ্ছে। দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা ২৮,০০০ টি স্টোরেজ সেন্টারের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা সহ স্টোরেজের সব খুঁটিনাটি হিসাব রাখবে এই অ্যাপ।
New Hopes New Visions
More Stories
জমজমাট সমকালীন সংস্কৃতির মোহনামুখী নাট্যউৎসব
বড়দিনে সেজে উঠল এলগিন রোড
নন্দনে চলছে ৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব