বোমায় আহত মন্ত্রী জাকির হোসেন এর তদন্তভার নিল সিআইডি৷ ঘটনার পর রেল পুলিশ তদন্ত করছিল৷
অন্যদিকে আহত মন্ত্রীকে কলকাতায় নিয়ে আসা হয়েছে৷ এসএসকেএম ট্রমা কেয়ারে রয়েছেন তিনি৷ চিকিৎসায় গঠন করা হয়েছে মেডিক্যাল বোর্ড। আজ,বৃহস্পতিবার জাকিরের অস্ত্রোপচার৷
ভোর ৫টা নাগাদ মন্ত্রী ও তাঁর এক সঙ্গীকে এসএসকেএম ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হয়৷ আহত আরও ৬ জনকেও এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হল৷ আরও ৬ জনকে কলকাতায় নিয়ে আসা হবে খবর৷
Report by web desk
Reported on – 18/02/2021
More Stories
এবার শুভেন্দুর হাতিয়ার ‘জানুয়ারি’ তত্ত্ব
শক্তি দেবীর আরাধনায় পোর্ট ট্রাস্টে চাঁদের হাট
রাজ্য জুড়ে পালিত TMCP এর প্রতিষ্ঠা দিবস , কাল নেত্রীর বার্তার অপেক্ষায় ছাত্রযুবরা