নিজস্ব সংবাদদাতা : ভারুচের পর ফের আহমেদাবাদের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটল। রাসায়নিক ঠাসা কারখানার গুদামে বিস্ফোরণের জেরে ১২ জন শ্রমিকের প্রাণ গিয়েছে বলে খবর। গুরুতর জখম অবস্থায় আরও ৯ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে ধ্বংসস্তূপ থেকে। তাঁদের শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে খবর। ভর্তি করা হয়েছে আহমেদাবাদ মিউনিসিপাল কর্পোরেশনের এলজি হাসপাতালে।প্রতক্ষদর্শীরা জানাচ্ছেন, প্রথমে বিকট বিস্ফোরণ হয় ওই গুদামে। রাসায়নিক ভরা ড্রামগুলির কারণেই এই বিস্ফোরণ বলে প্রাথমিকভাবে ধারণা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গুদামের কংক্রিটের দেওয়াল ভেঙে পড়ে। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদ। আগুন ধরে যায় গুদামে।আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বের হতে পারেননি অনেকেই। তারপর দেওয়াল ভেঙে পড়ে চাপা পড়ে যান শ্রমিকরা। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল। চিফ ফায়ার অফিসার এম এফ দস্তুর বলেছেন, আগুন নিভিয়ে ফেলা হয় কিছুক্ষণের মধ্যেই। কংক্রিটের চাঙড় সরিয়ে উদ্ধারকাজ শুরু হয়। প্রায় ৯ ঘণ্টা খোঁজাখুঁজির পরে ১২টি দেহ উদ্ধার হয়।ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আহমেদাবাদে রাসায়নিকের গুদামে বিস্ফোরণের ঘটনায় মর্মাহত। মৃত শ্রমিকদের পরিবারের প্রতি সমবেদনা রইল। আহতের দ্রুত আরোগ্য কামনা করছি। সরকারের তরফে সবরকমভাবে সাহায্য করা হবে।’ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন রাষ্ট্রপতিও। শোকপ্রকাশ করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। একই সঙ্গে মুখ্যমন্ত্রী দুর্ঘটনায় মৃত শ্রমিকদের পরিবার পিছু চার লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতদের চিকিত্সায় সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন রূপানি।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল