ওয়েব ডেস্ক :
ডেডলাইন পেরিয়ে গিয়েছে বেশ কিছুদিন। এই পরিস্থিতিতে ২০২১-২২ আর্থিক বছরের আয়কর রিটার্ন জমা করার সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করল কেন্দ্র। নতুন ঘোষণা অনুযায়ী, আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে ১৫ মার্চ পর্যন্ত। অর্থাৎ হাতে আরও দু’টি অতিরিক্ত মাস সময় পাবেন নাগরিকরা। মঙ্গলবার টুইট করে একথা জানিয়েছে আয়কর দপ্তর। তাদের পোস্টে সংযুক্ত করে দেওয়া হয়েছে একটি বিজ্ঞপ্তিও। কী লেখা রয়েছে সেই বিজ্ঞপ্তিতে? আয়কর দপ্তরের তরফে জানানো হয়েছে, প্রথমে রিটার্ন জমা দেওয়ার ডেডলাইন ছিল ৩০ নভেম্বর। পরে সেটা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছিল। অবশেষে সেটি বাড়িয়ে করা হল ১৫ মার্চ।

সাধারণত, জুলাই মাসের ৩১ তারিখ প্রতিবছর আয়কর জমা দেওয়ার শেষ দিন হিসেবে নির্ধারিত হয়। কিন্তু গত বছর থেকে করোনা সংক্রমণ এবং পরবর্তী আর্থিক মন্দার পরিস্থিতিতে তা পিছিয়ে দেওয়া হয়েছিল। এবারও সেই একই ঘটনা ঘটল। এই নিয়ে টান দু’বার আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি পেল।

More Stories
অভিনব উদ্যোগ পৌরমাতা ইতু চক্রবর্তীর
দেবাশীষ কুমারকে পেয়ে অন্ধকারে আলোর দিশা পেলেন কাউন্সেলররা
বেহালার জাদুঘর হয়েছে আরও আকর্ষণীয়