নিজস্ব সংবাদদাতা : গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপি-র রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে নারদ কাণ্ডের ভিডিও দেখান বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিং। তিনি তখন পশ্চিমবঙ্গে বিজেপি-র পর্যবেক্ষক ছিলেন। সেই নারদ-কাণ্ডে অভিযুক্ত মুকুল রায় এবং শোভন চট্টোপাধ্যায় আগেই বিজেপি-তে যোগ দিয়েছেন। যদিও তাঁদের যোগদানের পর সেই ভিডিও থেকে গিয়েছিল বিজেপি-র নিজস্ব ইউটিউব চ্যানেলে। এবার আর এক অভিযুক্ত শুভেন্দু শনিবার অমিত শাহর উপস্থিতিতে বিজেপি-তে যোগদান করেন। তার পরেই সেই ভিডিও মুছে দিল বিজেপি। বিষয়টি এড়িয়ে গিয়েছেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তাঁরা বলেছেন, এ বিষয়ে কিছু জানেন না। বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালবিয়া কোনও প্রতিক্রিয়া জানাননি। এককালে নারদ স্টিং অপারেশনের ভিডিও ফুটেজ দেখিয়েই তৃণমূল নেতাদের আক্রমণ করত বিজেপি। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এটাই ছিল তাদের বড় হাতিয়ার। রাজ্যের মন্ত্রী তাপস রায় বলেন, ‘বিজেপি রাজনৈতিক কারণেই ওই ভিডিও রেখেছিল, রাজনৈতিক কারণেই তা তুলে নিয়েছে। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালার কটাক্ষ, ‘বিজেপি কি ওয়াশিং পাউডার-এর কাজ করে!’
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন