নিজস্ব সংবাদদাতা : প্রায় এক মাস হতে চলল মধ্য কলকাতার বেলভিউ নার্সিংহোমে ভর্তি সৌমিত্র চট্টোপাধ্যায়। বেলভিউ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে অশীতিপর এই অভিনেতার ইন্টারনাল রক্তক্ষরণ শুরু হয়েছে। তার জেরে হিমোগ্লোবিনও ফের কমেছে।একাধিকবার তাঁকে রক্ত দিতে হয়েছে। রবিবার বিকেলেও চলেছে ব্লাড ট্রান্সফিউশন। সব মিলিয়ে আবারও অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় রয়েছেন বাঙালির ‘অপু’। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রক্তে হিমোগ্লোবিন কমতেই রেচন প্রক্রিয়ায় ফের সমস্যা দেখা দেয়। তার জেরে এদিন কিছুটা বাধ্য হয়েই তৃতীয়বারের জন্য সৌমিত্রবাবুর ডায়ালিসিস করান চিকিত্সকেরা। তার পর অবশ্য তার ইউরিন আউটপুট মোটামুটি ঠিকঠাক রয়েছে। তাঁর দেহে ইউরিয়া ক্রিয়েটিনিনের মাত্রা স্বাভাবিক না হলেও এখনও তা নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানা গিয়েছে। এদিন তাঁর দেহের অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে।তবে তাঁর ভেন্টিলেশন সাপোর্ট আগের মতোই ১০০ শতাংশ করা হয়েছে। ফুসফুসের অবস্থাও একইরকম রয়েছে বলে জানা গিয়েছে। দেহের পুরানো ক্যানসার আবারও জেগে উঠেছে। কিন্তু তা যাতে দেহের অনান্য অংশে ছড়িয়ে না পড়ে চিকিত্সকেরা এখন সেটাই চেষ্টা করে দেখছেন। রবিবার রাত ন’টার বুলেটিনে অভিনেতার শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে চিকিত্সক অরিন্দম কর বলেন, ”সৌমিত্রবাবুর অভ্যন্তরীণ রক্তক্ষরণ এখনও পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও লাগাতার কমছে। চার ইউনিট মতো রক্ত দিতে হতে পারে।” সৌমিত্রর রক্তের চাহিদার কথা মাথায় রেখে রক্তদানের আহ্বান জানিয়েছে রাজ্যের মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম। ফোরামের পক্ষ থেকে তাঁর সদস্যদের বলা হয়েছে, ‘আপনারা জানেন, আমাদের সভাপতি তথা কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় গুরুতর অসুস্থ। তাঁর জীবনদায়ী চিকিত্সা চলছে। কিছু সময় অন্তর অন্তরই তাঁর প্লেটলেট/ব্লাড ট্রান্সফিউশন করতে হচ্ছে। আপনি যদি শারীরিক ও মানসিকভাবে সুস্থ হন এবং রক্তদানে ইচ্ছুক হন (শুধুমাত্র A+ রক্তদাতা), তাহলে অনুগ্রহ করে অবিলম্বে ফোরামের অফিসে ৭০৪৪০৬১৯০১/৭০৪৪০৬৪৯০১ এই নম্বরে যোগাযোগ করুন।’Reported on – 02/11/2020
New Hopes New Visions
More Stories
দেবাশীষ কুমারকে পেয়ে অন্ধকারে আলোর দিশা পেলেন কাউন্সেলররা
বেহালার জাদুঘর হয়েছে আরও আকর্ষণীয়
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে