নিজস্ব সংবাদদাতা : “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন সম্পর্কে কিছু জানেনই না। প্রশাসন সম্পর্কে মমতাজীর কোনও ধারণাই নেই।” বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এই ভাষাতেই তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিজেপির সভাপতি এদিন বলেছেন, “পশ্চিমবঙ্গে অরাজকতা চরম সীমায় পৌঁছেছে। প্রশাসন পুরোপুরি ভেঙে পড়েছে। আইন শৃঙ্খলা বলতে কিছুই নেই।” রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ থেকে উদ্ধৃতি টেনে নাড্ডা বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীর। কিন্তু মমতাদির রাজত্বে বাংলার মাথা আর উঁচু নেই, তিনি বাংলার মাথা নিচু করে দিয়েছেন।”এতেই থামেননি বিজেপি সভাপতি। তিনি বলেছেন, তাঁর সম্পর্কে যে সব শব্দ মমতা ব্যবহার করেছেন, সেসব উচ্চারণ করতে তাঁর রুচিতে বাধে। নাড্ডার কথায়, “মমতাদি আপনি আজ আমার সম্পর্কে যা বলেছেন, সেটা আপনার সংস্কৃতির পরিচয় দিচ্ছে। এটা বাংলার সংস্কৃতি নয়, এটা মমতাদির নিজের সংস্কৃতি। ”বিজেপি সভাপতি আরও বলেন যে, “আরে আমরা ইন্দিরা গান্ধির সঙ্গে লড়াই করে হারিয়ে দিয়েছিলাম, ইনি তো মমতা বন্দ্যোপাধ্যায়।” ডায়মন্ডহারবারে এদিন যা ঘটেছে, সেসব করে বিজেপিকে রোখা যাবে না বলে নাড্ডা দাবি করেন।এ সবের পরেই দুর্নীতি প্রশ্নে বর্তমান সরকার ও শাসক দলের সমালোচনা করেন বিজেপি সভাপতি। তিনি বলেন, ‘এখানে আছে চাল চোর আর ত্রিপল চোর। রেশনের চাল লুঠ হয়েছে, সেই চাল পাওয়া গিয়েছে তৃণমূল কর্মীর বাড়িতে। আবার তা নিয়ে হাইকোর্ট অডিট করার নির্দেশ দেওয়ায় তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ, মমতাজি ভয় পেয়েছেন। যদি চুরি ধরা পড়ে যায়!’ নাড্ডার কথায়, ‘কেন্দ্র কৃষকদের জন্য ৬ হাজার কোটি টাকা করে পাঠাচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাও আটকে দিয়েছেন। বলছেন, কৃষকদের নয়, আমাকে দাও। ‘মানে কাটমানি, কাটমানি, কাটমানি…’ ডায়মন্ড হারবারে দাঁড়িয়েও এদিন তাঁর বক্তৃতায় সরাসরি স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম মুখে আনেননি বিজেপি সভাপতি। তবে বলেন, ‘এখান থেকেই লোকসভায় সাংসদ ছিলেন জ্যোতির্ময় বসু। তাঁর প্রজ্ঞা, সংসদীয় রাজনীতিতে অবদান ছিল অসামান্য। কিন্তু এখন যে সাংসদ রয়েছেন, তিনি পার্লামেন্টেই যান না। তা হলেই বুঝুন।’
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন