স্যার অ্যালেক্স ফার্গুসন ছেরে জাওয়ার পর থেকে যেন সাফল্যকেও বিদায় জানায় ম্যান ইউ। ইপিএল থেকে শুরু করে চ্য্যাম্পিয়ন্স লিগ, দীর্ঘ আট বছর কোনও বড় ট্রফি ঢোকেনি ম্যাঞ্চেস্টারের এই ক্লাবে। এবার হয়তো ভাগ্যের চাকা কিছুটা ঘুরছে রেড ডেভিলসের। ফার্গুসনেরই শিষ্য ওলে গানার সুলেশারের হাত ধরে আট বছর পর ফের ইপিএল শীর্ষে উঠে এল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
চলতি মরশুমে যেন হারানো জৌলুস ফিরে পেয়েছে ম্যান ইউ। ধারাবাহিকতা বজায় রেখে বার্নলিকে ১-০ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে এখন তারা। ইউনাইটেডের হয়ে একমাত্র গোলটি ফরাসি তারকা পল পোগবার। মঙ্গলবার অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষকে হারাতে অবশ্য বেশ বেগ পেতে হয় ইউনাইটেডকে। ৩৬ মিনিটের মাথায় অবশ্য বিপক্ষের জালে একবার বল জড়িয়েছিলেন হ্যারি ম্যাগুয়ের। কিন্তু হেড করার সময় ফাউলের কবলে পড়েন তিনি। ফলে গোলটি বাতিল হয়ে যায়। কিন্তু ৭১ মিনিটে পোগবার গোলে অ্যাওয়ে ম্যাচে স্বস্তির নিঃশ্বাস ফেলে ম্যান ইউ।
মার্কাস র্যাশফোর্ড ডান দিক থেকে ক্রস বাড়ান বিশ্বকাপ জয়ী ফরাসি মিডিওর উদ্দেশ্যে। সেটি ধরে দারুণ এক ভলিতে তেকাঠির ঠিকানা খুঁজে নেন পোগবা। ১৭ রাউন্ডের শেষে ৩৬ পয়েন্ট নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলকে টপকে ইপিএলের শীর্ষস্থান দখল করে নিল ম্যাঞ্চেস্টার জায়ান্টরা। সম সংখ্যক ম্যাচে ক্লপের দলের পয়েন্ট ৩৩।
Report by sports desk
Reported on – 13/01/2021
More Stories
শীতের ঠান্ডায় গরমাগরম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট
বেহালায় নতুন বছরে জাতীয়স্তরের ক্যারাটে প্রতিযোগিতা
বৃষ্টিভেজা নর্দান পার্কে জয় হল ফুটবলের , চ্যাম্পিয়ন সুরুচি সংঘ