নিজস্ব সংবাদদাতা : ‘সেনাবাহিনীর জন্যই পাকিস্তানের কোনও নিরাপত্তা নেই। প্রতিবেশী দেশের সঙ্গেও পাকিস্তানের সুসম্পর্ক তৈরি হয়নি।প্রধানমন্ত্রী ইমরান খান মিলিটারির হাতের পুতুল ছাড়া কিছু নন’। পাকিস্তানে এমনই মন্তব্য করেছেন বিরোধীরা। পাকিস্তানের সেনেটের প্রাক্তন সদস্য আফরাসিয়াব খট্টক সাউথ এশিয়ানস এগেইন্সট টেররিজম অ্যান্ড হিউম্যান রাইটস সংগঠনের পঞ্চম বার্ষিক কনফারেন্সে এই মনোভাব পোষণ করেন। পাকিস্তানের নিরাপত্তারক্ষীরা এই সংগঠনের সদস্যদের ভাল চোখে দেখে না। অনেকসময় তাঁদের বিদেশে যেতে বাধা দেওয়া হয়। কিন্তু এবার ভার্চুয়াল সম্মেলন হওয়ার ফলে দেশ-বিদেশের বহু গণতান্ত্রিক মনোভাবাপন্ন পাকিস্তানি নাগরিক তাতে অংশগ্রহণ করেন।খট্টক বলেন, ‘পাকিস্তানে এখন মার্শাল ল চলছে। তা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে বিকৃত করছে। সেনাবাহিনী দেশে রাজনীতি করাই নিষিদ্ধ করে দিয়েছে। গোয়েন্দা সংস্থার কর্তারা সাংসদদের নির্দেশ দিচ্ছেন, কখন তাঁরা অধিবেশনে অংশগ্রহণ করবেন আর কখন করবেন না’। আমেরিকায় পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রদূত হুসেন হাক্কানির মতে , ‘পাকিস্তান সরকার যেভাবে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে, নাগরিকদের স্বাধীনতা কেড়ে নিয়েছে, তাতেই সম্মান নষ্ট হচ্ছে দেশের। আন্তর্জাতিক মহলে পাকিস্তানের বদনাম হচ্ছে।’ প্রসঙ্গত , কিছুদিন আগেই জম্মু-কাশ্মীর সীমান্ত দিয়ে ভারতে বিপুল পরিমাণে অস্ত্র পাচারের চেষ্টায় ছিল পাকিস্তান। কিন্তু সেনাবাহিনীর তত্পরতায় তাদের চেষ্টা সফল হয়নি।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল