নিজস্ব সংবাদদাতা : হঠাত্ই টুইটারে সবাইকে আনফলো করে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । এর মধ্যে রয়েছে তাঁর প্রাক্তন স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথের টুইটার হ্যান্ডলও। আর তারপরই ট্রোলিংয়ের শিকার হতে হল তাঁকে। বাকিদের আনফলো করলেও জেমাইমাকে অন্তত ফলো করা উচিত ছিল, এমন কটাক্ষ করেছেন কেউ কেউ। কেউ বা নওয়াজ শরিফের প্রসঙ্গ তুলে এনে ট্রোল করেছেন ইমরানকে।২০১০ সালে এই টুইটার অ্যাকাউন্ট খোলেন ইমরান। এই মুহূর্তে ইমরান খানকে ফলো করেন প্রায় ১ কোটি ৩০ লক্ষ ফলোয়ার। জেমাইমা গোল্ডস্মিথের সঙ্গে ইমরানের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে এবং তারপরেও ইমরান দু’বার বিয়ে করেছেন। কিন্তু জেমাইমাকেও আনফলো করা নিয়েই সবথেকে বেশি ট্রোলড হতে হয়েছে পাক প্রধানমন্ত্রীকে। একজন লেখেন, ”ইমরান খান জেমাইমাকেও আনফলো করে দিল?!?!” আরেকজনের টুইট, ”ইমরান খান বোধ হয় হঠাত্ই নওয়াজ শরিফের (প্রাক্তন প্রধনমন্ত্রী) টুইটার অ্যাকাউন্টে গিয়ে দেখেন, তিনি কাউকে ফলো করছেন না। তখন রেগেমেগে ইমরানও সবাইকে আনফলো করে দিয়েছেন।”তবে অন্য কাউকে নিয়ে নেটিজেনদের কিছু বলার না থাকলেও ইমরান খান তাঁর প্রথম স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথকে আনফলো করায় অনেকেই হতাশ হয়েছেন। মাত্র দু’টি অ্যাকাউন্টকে এখনও ফলো করছেন তিনি। তার মধ্যে একটি সংবাদ সংস্থা পিটিআইয়ের অ্যাকাউন্ট। অন্যটি তাঁর মা শউকত খানমের নামে নামাঙ্কিত ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের টুইটার হ্যান্ডল।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল