মার্চ 25, 2023

Disha Shakti News

New Hopes New Visions

ইস্টবেঙ্গলে এলেন প্রিমিয়ার লিগের স্ট্রাইকার

নিজস্ব সংবাদদাতা : ইস্টবেঙ্গল ক্লাবে এলো আরো দুই বিদেশী। তাঁরা হলেন আইরিশ মিডফিল্ডার অ্যান্টনি পিলকিঙটন ও প্রিমিয়ার লিগে খেলা ওয়েলসের নামী স্ট্রাইকার অ্যারণ জসুয়া আমাডি হলোওয়ে। পিলকিঙটন ১৪ বছরের ফুটবলার জীবনে পুরোটাই ইংলিশ লিগে খেলেছেন। মোট ৪০০ টির মতো ক্লাব ম্যাচ খেলে গোল করেছেন ৮৩টি। ৩২ বছরের এই তারকা প্রিমিয়ার লিগে নরউইচ সিটির হয়ে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত খেলেছেন। ৭৫টি ম্যাচে তাদের হয়ে ১৪টি গোল করেছিলেন।তিনি উঠে এসেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের যুব অ্যাকাডেমি থেকে। ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পরে এক প্রেস বিবৃতিতে তিনি জানিয়েছেন, ”আমার ভাল লাগছে ভারতে এমন একটি ক্লাবে যাচ্ছি, তাদের বহু সমর্থক রয়েছে, তাদের আবেগ রয়েছে ফুটবল খেলাকে নিয়ে। আমি নিজেও রোমাঞ্চিত ভাল ফুটবল খেলার বিষয়ে। পিলকিঙটন ছাড়াও আরও এক নামী তারকা, তিনিও ওয়েসেলস-এর হয়ে প্রিমিয়ার লিগে খেলেছেন। গত মরশুমে ব্রিসবেন রোরে রবি ফাওলারের কোচিং’য়েই খেলেছেন হলওয়ে। তবে ২০ ম্যাচ খেলে ব্রিসবেন রোরের জার্সি গায়ে মাত্র একটি গোল করা ওয়েলসের এই ফুটবলারকে নিয়ে সমর্থকেরা বিশেষ উত্সাহী না হতে পারলেও বিশেষ একটি কারণে এই ফুটবলারের প্রোফাইলটি বেশ চমকপ্রদ। অ্যারন আমাদি হলওয়ে আপফ্রন্টের পাশাপাশি ডিফেন্স সামলাতেও সিদ্ধহস্ত। সেই অ্যারণ বলেছেন, ”আমি শুনেছি ভারতে যে কোনও মাঠে ফুটবল পাগল মানুষ খেলা দেখতে আসেন। হয়তো এই মুহূর্তে পরিস্থিতির জন্য ফাঁকা মাঠে খেলতে হবে। কিন্তু আমি অপেক্ষায় থাকব কলকাতায় ভরা গ্যালারির সামনে খেলা দেখানোর।

Share this News
error: Content is protected !!