মার্চ 25, 2023

Disha Shakti News

New Hopes New Visions

ইস্তফা শুভেন্দুর !

তাঁকে ঘিরে দলবদলের জল্পনা! নভেম্বরের শীতেও রাজ্য রাজনীতিতে উত্তাপের পারদ ছড়িয়ে রেখেছেন তিনি। তিনি রাজ্যে পালা বদলের আঁতুরঘর নন্দীগ্রাম আন্দোলনের সেনাপতি শুভেন্দু অধিকারী। আর সেই জল্পনাকে আরও উস্কে দিয়ে বৃহস্পতিবারই এইচআরবিসির চেয়ারম্যানের পদ ছাড়েন শুভেন্দু অধিকারী। তিনি কি বিজেপিতে যাচ্ছেন নাকি তৃণমূলেই থাকছেন তা নিয়ে জোর চর্চা রাজ্য-রাজনীতিতে। এই অবস্থায় চেয়ারম্যান পদে ইস্তফা দেন নন্দীগ্রামের বিধায়ক। আর তার ইস্তফার পরেই রাজনৈতিকমহলে শুরু হয়েছে নয়া গুঞ্জন! আর তা বাড়িয়ে এবার মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা জননেতার। এতদিনের জল্পনায় শেষপর্যন্ত সিলমোহর পড়ল। রাজ্য সরকারের নিরাপত্তা ছাড়ার পাশাপাশি ছেড়ে দিলেন মন্ত্রিত্ব। শুক্রবারই নবান্নে ইস্তফাপত্র পেশ করেন তিনি। সেচ,পরিবহণ, জলসম্পদ উন্নয়ন দপ্তরের দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। আর কোনও দপ্তরই নিজের হাতে রাখলেন না। এবার তবে তৃণমূল ছেড়ে এবার তাঁর বিজেপিতে যোগদান স্রেফ সময়ের অপেক্ষা। আরও জোরাল হচ্ছে এই জল্পনা। বৃহস্পতিবার এইচআরবিসি’র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তখন ইঙ্গিত স্পষ্ট হচ্ছিল। ধীরে ধীরে নিজের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে দলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন তিনি। শুক্রবার সকালে রাজ্য সরকারের নিরাপত্তা ছেড়ে দিয়ে সেই ইঙ্গিত আরও স্পষ্ট করেন রাজ্যের সেচ ও পরিবহণ মন্ত্রী। আর বেলা গড়াতেই সরাসরি মন্ত্রীর পদ থেকে ইস্তফাপত্র পেশ করলেন শুভেন্দু অধিকারী। কিন্তু এখানেই শেষ নয় ইতিমধ্যেই হলদিয়া ডেভলপমেন্ট অথরিটি চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দেন শুভেন্দু। শুভেন্দুর ঘনিষ্ঠমহল সূত্রে খবর, দলে গুরুত্ব পাচ্ছেন না বলে বেশ কিছু দিন ধরেই কাছের লোকজনের কাছে আক্ষেপ করছিলেন শুভেন্দু। পদত্যাগপত্র দেওয়ার আগে এ দিন সকালে রাজ্য সরকারের দেওয়া জেড ক্যাটেগরির নিরাপত্তাও ছাড়েন শুভেন্দু অধিকারী। নিজের পাইলট কার এবং এসকর্টও ছেড়ে দেন। তার কিছু ক্ষণ পরেই পদত্যাগপত্র পাঠান মুখ্যমন্ত্রীকে। পদত্যাগ পত্র পাঠান রাজ্যপাল জগদীপ ধনকরকেও। যদিও এখনও তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করেনি নবান্ন। অন্যদিকে জল্পনা শুরু হয়েছে আগামী 30তারিখ জেপি নাড্ডার হাত হতেই জোড়াফুল ছেড়ে পদ্মফুল তুলে নেবেন হাতে। অন্যদিকে জল্পনা পদত্যাগের পরেই দিল্লি যাচ্ছেন শুভেন্দু। তবে শুভেন্দু ঘনিষ্ঠ মহল সূত্রে খবর আপাতত দিল্লী যাওয়া বা বিজেপিতে যোগ দেওয়ার কোনও পরিকল্পনা নেই শুভেন্দুর। ফলে আগামীদিনে শুভেন্দুর রাজনৈতিক পদক্ষেপ কি হবে সেদিকেই রাজ্য রাজনীতির সমস্ত লাইম লাইট।

Share this News
error: Content is protected !!