নিজস্ব সংবাদদাতা : ‘উত্তরপ্রদেশ নয় যোগীর জামানায় রাজ্যটা এখন ধর্ষণ প্রদেশ হয়েছে’। বাংলার আইনশৃঙ্খলার অবনতি নিয়ে প্রশ্ন তোলায় এভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাল্টা জবাব দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী ও জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে বিজেপি নেতৃত্ব ও মন্ত্রীরা এই রাজ্যে বারবার ৩৫৬ ধারা প্রয়োগের দাবি তুলেছেন।এই বিষয় খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “যা খুশি করুক।এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা সবাই জানে।মমতা বন্দোপাধ্যায়ের লড়াই দেখেছে ভারতের মানুষ।তিনি কোন জায়গায় পৌঁছাতে পারেন তা কেন্দ্রীয় সরকার খুব ভালোভাবে জানে”। সেই সঙ্গে খাদ্যমন্ত্রীর পরামর্শ, “বাংলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নেতৃত্বে রাজ্য সুন্দর ভাবে চলছে। এরাজ্যে সেভাবে কোনও রাজনৈতিক গন্ডগোল হয়না।অমিত শাহ বাংলা নিয়ে না ভেবে বরং উত্তরপ্রদেশে নজর দিন। আজও সেখানে ধর্ষণের ঘটনা ঘটেছে।” প্রসঙ্গত , একটি সর্বভারতীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে অমিত শাহ বলেন, ‘বাংলায় যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, আইনশৃঙ্খলা যে ভাবে ভেঙে পড়েছে, তাতে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি অমূলক নয়।’ তখনই তাঁকে প্রশ্ন করা হয়, তাহলে কি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে? জবাবে প্রাক্তন বিজেপি সভাপতি স্পষ্ট বলেন, ‘ কোথাও রাষ্ট্রপতি শাসন জারি হবে কি হবে না তা নির্ধারণের একটি সাংবিধানিক পদ্ধতি রয়েছে। সেই রাজ্যের রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতে তা হয়। বাংলার রাজ্যপাল যদি তেমন কোনও রিপোর্ট দেন, তা হলে সাংবিধানিক প্রক্রিয়া মেনেই তা বিবেচনা করা হবে’
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন