নিজস্ব সংবাদদাতা : ‘উত্তরপ্রদেশে গুন্ডা মস্তানদের পকেটে পুরে রাখে বিজেপি। উত্তরপ্রদেশে গুন্ডারা এখন জেল থেকে বের হতে ভয় পায়। তারা জেল থেকে বের হতে চায় না। যদি আবার গাড়ি দুর্ঘটনা হয়!’ এভাবেই বাংলায় উত্তরপ্রদেশের মত এনকাউন্টার করার হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। বাগনানে এক বিক্ষোভ কর্মসূচিতে গিয়ে তিনি বলেন, ‘এখানে অনেক রাজা-গজা আছে। ক্ষমতায় এলে রাজা-গজাদের বিকাশ দুবে করে দেব’। বাগনানের বিধায়কের নাম অরুণাভ সেন ওরফে রাজা। সায়ন্তন বসুর এই মন্তব্য প্রসঙ্গে বিধায়ক অরুণাভ সেন ওরফে রাজা বলেন, ‘ও একটা জোকার, ওর মন্তব্যের কোন উত্তর দেব না।’প্রসঙ্গত এদিন বিজেপি নেতৃত্ব বাগনান থানায় ডেপুটেশন জমা দেন। সেখানে বিজেপির নেতা খুন হওয়া কিংকর মাঝির দোষীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানানো হয়। পাশাপাশি, গত বৃহস্পতিবার বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে গ্রেপ্তার হওয়া বিজেপি নেতাদের মুক্তির দাবি করা হয়।দুর্নীতি প্রসঙ্গে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করে সায়ন্তন বলেন, ‘আগে শোনা যেত আলিবাবা চল্লিশ চোর এখন সেটা বদলে হয়েছে আলী মাতা চল্লিশ চোর।’বিজেপিকে ‘হনুমানের দল’ বলা নিয়ে বিজেপি নেতার জবাব, ‘আমরা হনুমানের দল কিন্তু আইএসআই, জামাতের দল নই।’
Report by নিজস্ব সংবাদদাতা
Reported on – 04/11/2020
New Hopes New Visions
More Stories
সাংস্কৃতিক অনুষ্ঠান ,ক্রেতাদের ভীড় : জমজমাট বাঁকুড়া খাদি মেলা
বাঁকুড়ায় জমে উঠেছে খাদি মেলা
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির