নিজস্ব সংবাদদাতা : শুধুমাত্র মেয়েদের পোশাক আশাক নিয়ে নিষেধাজ্ঞা জারি করে কোনও লাভ হবে না। এবার ছেলেদের পোশাকেও নিয়ন্ত্রণ আনতে হবে। যেমন ভাবা তেমন কাজ। সম্প্রতি উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগরের সিসোলি গ্রামের খাপ পঞ্চায়েতে স্থির হয়েছে যে পুরুষেরা বাড়ির বাইরে হাফ প্যান্ট পরতে পারবেন না। পঞ্চায়েত প্রধান নরেশ টিকাইত জানিয়েছেন, গ্রামের প্রবীণরা এই সিদ্ধান্তটি নিয়েছেন। সবথেকে বড় কথা তাঁর মতে, এই আদেশনামা আদৌ নির্দেশ নয়। একধরণের উপদেশ। অনেক মহিলা পুরুষদের পোশাক নিয়ে অভিযোগ জানানোর পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি কাউকে এই নির্দেশ অমান্য করতে দেখা যায়, তবে তাঁর নাম, ঠিকানা লিখে নেওয়া হবে এবং উপযুক্ত শাস্তি দেওয়া হবে।হরিয়ানার এক খাপ পঞ্চায়েতে চাউমিন খাওয়া নিষিদ্ধ করা হয়েছিল। তাদের মত, চাউমিন খেলে ধর্ষণের প্রবণতা বেড়ে যায়। কারণ, তাতে নাকি একধরণের উপাদান থাকে, যাতে মানুষের শরীরে হরমোনের সমতা নষ্ট হয়। এর চাইতেও আজব কিছু নির্দেশের কথা শোনা যায় খাপ পঞ্চায়েতের ক্ষেত্রে। যদিও ১৯১৭ সালে দেশের শীর্ষ আদালত গ্রামের খাপ পঞ্চায়েতকে বেআইনি বলে ঘোষণা করেছে, তাও খাপ পঞ্চায়েতের দাপট যে কমেনি এ দেশে, উত্তরপ্রদেশে সিসোলি গ্রামের খাপ পঞ্চায়েতই তার জ্বলন্ত উদাহরণ ।
Reported on – 02/11/2020
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল