মার্চ 24, 2023

Disha Shakti News

New Hopes New Visions

উত্তরপ্রদেশে শ্মশানের ছাদ ভেঙে বড় বিপত্তি

নিজস্ব সংবাদদাতা : গাজিয়াবাদ জেলার মুরাদনগরে শ্মশানে বিশ্রামস্থলের ছাদ ভেঙে পড়ে ২১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমবেশি ২০ জন। বৃষ্টির জন্য ওই বিশ্রামস্থলের নিচে আশ্রয় নিয়েছিলেন মৃতের পরিবারের লোকজন। তখনই ঘটে বিপত্তি। ভেঙে পড়ে ছাদ। ঘটনায় প্রশাসনের গাফিলতির অভিযোগ উঠেছে। মনে করা হচ্ছে, মৃতের সংখ্যা বাড়তে পারে। অনেককেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এসে উদ্ধারকার্য শুরু করে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং ভগ্নস্তূপে আর কোনও মৃতদেহ আটকে আছে কিনা তা খতিয়ে দেখছে এনডিআরএফ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দফতর থেকে মৃতদের পরিজনকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যাতে দ্রুত এই ঘটনার তদন্ত করা হয়। রক্ষণাবেক্ষণে গাফিলতির জানা কে বা কারা দায়ী তা দ্রুত চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে বলেও জানিয়েছেন যোগী। এই ঘটনায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইট করে দুঃখপ্রকাশ করেছেন। লিখেছেন, ‘মৃতের পরিজনদের প্রতি আমার সমবেদনা। যাঁরা আহত হয়েছেন তাঁদের দ্রুত সুস্থতা কামনা করি। স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ ও যাবতীয় সহায়তার জন্য সবার পাশে রয়েছে।’

Share this News
error: Content is protected !!