রবিবার থেকে বলা হচ্ছিল নন্দাদেবী হিমবাহের একটি অংশ ধসে পড়ার জেরেই ঋষিগঙ্গায় বান আসে। তবে আন্তর্জাতিক ভূতাত্ত্বিক এবং হিমবাহ বিশেষজ্ঞরা দাবি করছেন, হিমবাহ না বরং ভূমিধসের জেরে এই দুর্ঘটনা ঘটেছে। দেখে নেওয়া যাক কী বলছেন বিশেষজ্ঞরা।
ইউনিভার্সিটি অফ ক্যালিগারির ভূতাত্ত্বিক এবং হিমবাহ বিশেষজ্ঞ ড. ড্যান সুগার প্ল্যানেট ল্যাবের স্যাটেলাইট ইমেজ পরীক্ষা করে দাবি করেছেন উত্তরাখণ্ডের দুর্ঘটনা হিমবাহ ধসের জেরে ঘটেনি। বরং ত্রিশুল পর্বতে ভূমিধসের জেরে হিমবাহের ওপর চাপ পড়ে।
আরও পড়ুন – দ্বিতীয় টেস্টে দর্শক প্রবেশের বিষয়ে গাইডলাইন প্রকাশ তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের
প্ল্যানেট ল্যাবের চিত্র বলছে, দুর্ঘটনার সময় ত্রিশুল পর্বতে ধূলাবালির কুন্ডলী ওঠে। ঘটনার আগে এবং পরের ছবি দেখলে পুরো ব্যাপারটা স্পষ্ট বোঝা যায়। দেখা যায় পর্বত থেকে ধূলোর ঝড় নীচের দিকে বয়ে আসছে।
ড্যান সুগার টুইট করে জানিয়েছেন, হিমবাহের উপরে একটি W এর আকারে একটি ভূমিধস হয়। যার জেরে উপরের ঝুলন্ত হিমবাহ দ্রুত নীচের দিকে নেমে আসে। যদিও আগের রিপোর্টে জানা গিয়েছিল, নন্দাদেবী হিমবাহ ভেঙে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
Report by web desk
Reported on – 10/02/2021
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল