নিজস্ব সংবাদদাতা : জমিয়ে শীত এখনও পড়েনি, তবে কুয়াশার ঘনত্ব বাড়ছে হু হু করে। ঘন কুয়াশার দাপটে আবছা হয়ে আছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে এখন বেশ কয়েকদিন কুয়াশা আর শীতের লুকোচুরি খেলা চলবে। খুব ঠান্ডা পড়তে দেরি আছে। ১৫ ডিসেম্বরের পর থেকে পারদ পতনের সম্ভাবনা আছে। তার আগে এমনই খামখেয়ালী আবহাওয়া থাকবেন কখনও শীত শীত ভাব আবার কখনও গরম। কুয়াশার দাপটে উত্তরবঙ্গের তিন জেলায় দৃশ্যমানতা দুশো মিটারেরও কম হয়ে যায়। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ঘন কুয়াশার সর্তকতা জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে ঘন কুয়াশার সর্তকতা। দৃশ্যমানতা সকালে ২০০ মিটারেরও কম হতে পারে। এছাড়া বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশার মতো প্রতিবেশী রাজ্যগুলিতেও ঘন কুয়াশার সর্তকতা জারি করা হয়েছে। কুয়াশার দাপটে উধাও শীত। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি বেশি।বাতাসে সর্বোচ্চ জলীয় বাষ্পের পরিমাণ ৯৮ শতাংশ। ঘন কুয়াশার চাদরে মুখ ঢেকেছে কলকাতা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা সরে গিয়ে মেঘমুক্ত আকাশের দেখা মিলবে। তবে কলকাতার তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। তামিলনাড়ু, পুদুচেরিতে কয়েকদিন আগেই তাণ্ডব করে গেল ঘূর্ণিঝড় নিভার ও বুরেভি। তবে ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে পড়েনি। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় দক্ষিণ ভারতের উপকূলেই আছড়ে পড়েছে। গাঙ্গেয় বঙ্গে তার রেশ ছড়ায়নি। তাই রাজ্যে তাপমাত্রার হেরফেরও খুব একটা হয়নি বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। শীতের আমেজ আছে শুধু, কনকনে ঠান্ডা নেই।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন