নিজস্ব সংবাদদাতা : আরব সাগরে খোঁজ মিলল MiG-29K জেটের কিছু যন্ত্রাংশের। তবে নিখোঁজ পাইলট কমান্ডার নিশান্ত সিংয়ের এখনও কোনও হদিশ নেই। এমনটাই জানানো হয়েছে ভারতীয় নৌসেনার তরফে। গত মে মাসে কমান্ডার নিশান্ত সিংয়ের বিয়ে হয়েছিল। বৃহস্পতিবার নৌ বাহিনীর আইএনএস বিক্রমাদিত্য যুদ্ধ জাহাজ থেকে MiG-29K বিমান নিয়ে উড়েছিলেন কমান্ডার নিশান্ত সিং-সহ দুই পাইলট। রুটিন উড়ানের সময়েই বিমানটি নিখোঁজ হয়ে যায়। তার পর থেকে চলছে টানা তল্লাসি। ঘটনার পর থেকেই দুর্ঘনাগ্রস্থ ওই MiG-29K বিমানের তল্লাসিতে নেমেছে ৯ যুদ্ধ জাহাজ ও ১৪ বিমান। ভারতীয় নৌসেনার ফাস্ট ইন্টারসেপ্টার ক্রাফটকেও কাজে লাগান হয়। পাশাপাশি তল্লাসি চালায় কোস্টাল পুলিসও।নৌবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, আরব সাগরে তল্লাশি চালিয়ে ভেঙে পড়া বিমানের বেশ কয়েকটি যন্ত্রাংশ উদ্ধার করা সম্ভব হয়েছে। বিমানের ল্যান্ডিং গিয়ার, ফুয়েল ট্যাঙ্ক ইঞ্জিন-সহ ভেঙে পড়া বিমানের কয়েকটি যন্ত্রাংশের সন্ধান পেয়েছে উদ্ধারকারী দল। নিখোঁজ কমান্ডারের খোঁজে তল্লাশি অভিযান এখনো জারি রাখা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি, মত্স্যজীবীদের গ্রামগুলোতেও সতর্কতা বার্তা পাঠানো হয়েছে।রাশিয়ান প্রযুক্তি দিয়ে তৈরি দ্বিআসনবিশিষ্ট MiG-29K অত্যাধুনিক ও নিখুঁত বিমান হিসেবে বিশ্বে পরিচিত। নিয়ম অনুযায়ী, বিপদের সময়ে পিছনের আসনে বসা পাইলট আগে ইজেক্ট করেন নিজেকে, তার পরে সামনের পাইলট নিজেকে ইজেক্ট করেন। তদন্তকারীরা জানাচ্ছেন, ২৬ তারিখ যখন দুর্ঘটনা ঘটেছিল, তখন বিমানটি অনেক নিচুতেই ছিল। সেই অবস্থাতেই নিজেদের ইজেক্ট করেনন পাইলটরা। দ্বিতীয় পাইলট, যিনি প্রশিক্ষণ নিচ্ছিলেন কম্যান্ডরের কাছে, তিনি প্যারাশ্যুটে করে লাফিয়ে পড়েন। কিন্তু কম্যান্ডরের ক্ষেত্রে ঠিক কী হল, তা এখনও ধোঁয়াশায়।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল