উদ্বাস্তুদের যোগ্য মর্যাদা দেওয়া হবে। তাতে বদ্ধপরিকর রাজ্য সরকার। নবান্নে সাংবাদিক বৈঠক করে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এ-ও ঘোষণা করা হয়েছে, রাজ্যের সব নার্সিংহোম এবং হাসপাতাল আবশ্যিক ভাবে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায়। ৯ লক্ষ পড়ুয়াকে ট্যাব কেনার টাকা দেওয়ার যে ঘোষণা মুখ্যমন্ত্রী করেছিলেন, বৃহস্পতিবার থেকে তা দেওয়াও শুরু হয়েছে।
বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কথা দিয়েছিলাম উদ্বাস্তুদের যোগ্য মর্যাদা দেব। আমরা রাজ্যের উদ্বাস্তুদের বিভিন্ন জায়গা ধরে সার্ভে করে প্রতিটি কলোনিকে স্বীকৃতি দিচ্ছি। গত দু’বছরে ২১৩ উদ্বাস্তু কলোনিকে ছাড়পত্র দেওয়া হয়েছে। কোনও উদ্বাস্তু বাদ যাবেন না।’’ এ দিন তিনি জানিয়ে দেন রাজ্যে ইতিমধ্যেই মোট ২ লক্ষ ৭৯ হাজার পাট্টা ইস্যু হয়েছে। মতুয়ারাও পাট্টা পাবেন বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে কেন্দ্রকে নিশানা করে বলেন, ‘‘আমাদের কাছে খবর এসেছে, কেন্দ্রীয় সরকারের কিছু দফতর উচ্ছেদের নোটিস দিয়েছিল। কিন্তু আমরা বলছি, কাউকে এ ভাবে উচ্ছেদ করা যাবে না। উদ্বাস্তুরা অধিকার মতো জমির পাট্টা পাবেন।’’ পুরুলিয়ায় রেলের তরফে উচ্ছেদের নোটিস পাঠানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
Report by web desk
Reported on – 21/01/2021
New Hopes New Visions
More Stories
এবার শুভেন্দুর হাতিয়ার ‘জানুয়ারি’ তত্ত্ব
শক্তি দেবীর আরাধনায় পোর্ট ট্রাস্টে চাঁদের হাট
রাজ্য জুড়ে পালিত TMCP এর প্রতিষ্ঠা দিবস , কাল নেত্রীর বার্তার অপেক্ষায় ছাত্রযুবরা