ফের উদ্বেগ বাড়াল করোনা। অন্তত গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান সেই ইঙ্গিতই দিচ্ছে। একদিনে নতুন করে দেশে করোনা আক্রান্ত হলেন ১২, ৯২৩ জন। আক্রান্তের এই পরিসংখ্যানে নতুন করে চিন্তার ভাঁজ স্বাস্থ্যমন্ত্রকের কপালে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ১০৮ জন। সব মিলিয়ে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুয়ায়ী দেশে বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৮ লক্ষ ৭১ হাজার ২৯৪। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ৪২ হাজার ৫৬২।
নিউ নর্মাল দুনিয়ায় এখন সব কিছু স্বাভাবিক। খুলে গিয়েছে অফিস-আদালত। করোনাবিধি মেনে রাজ্যে-রাজ্যে খুলে যাচ্ছে স্কুলও। এই পরিস্থিতিতে গত কয়েক দিন ধরেই দেশের করোনার দৈনিক সংক্রমণও স্বস্তি দিচ্ছিল। একদিনে করেনাার টিকাকরণ অভিযান শুরু হয়েছে দেশজুড়ে।
গত ১৬ জানুয়ারি থেকে গোটা দেশে করোনার টিকাকরণ অভিযান চলছে। তবে প্রথম পর্বের দেশের ৩ কোটি ফ্রন্টলাইন ওয়ার্কারকে করোনার টিকা দেওয়া হচ্ছে। এরপর ধাপে ধাপে প্রত্যেককে টিকাকরণের আওতায় আনবে কেন্দ্র। মার্চ মাস থেকে পঞ্চাশোর্ধদের টিকাকরণ শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।
Report by web desk
Reported on – 12/02/2021
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল