নিজস্ব সংবাদদাতা : উবের সংস্থা শুরু করলো ই রিক্সা পরিষেবা ।সংস্থার আপের মাধ্যমে এই সুবিধা মিলবে ।প্রায় ৫০০ ই রিক্সা দিয়ে শুরু হয়েছে এই পরিষেবা স্বল্প দূরত্বের যাতায়াতের জন্য তা পাওয়া যাবে । আনলক পর্বে অনেকেই ওয়ার্ক ফ্রম হোম করলেও অনেককেই আবার অফিস যেতে হচ্ছে। স্কুল কলেজ শুরু হলে পরিবহনে আরও অসুবিধে হবে। সামাজিক দূরত্ববিধি মানতে হলে গাড়ির সংখ্যা বাড়াতে হবেই। তাই ইলেকট্রনিক রিকশা চালু করল উবের। বারাসাত, মধ্যমগ্রাম, রাজারহাট,সল্টলেকে এবং হাওড়ার কিছু নির্দিষ্ট অংশে আপাতত এটি পাওয়া যাবে। যাত্রীর তুলনায় ই রিকশার সংখ্যা কম হলেও শহরের যে কোনও অংশ থেকেই বুক করা যাবে Uber অ্যাপ মারফত। যে ভাবে উবের বুক করতেন সেভাবেই বুকিং করতে হবে। মাসখানেক আগেই দিল্লিতে নামানো হয়েছে ১০০টি ইলেকট্রনিক রিকশা। দিল্লিতে একমাত্র মেট্রো থেকে বেরিয়েই পাওয়া যাবে ই-রিকশা।করোনা আবহে যাত্রী সুরক্ষা এবং যাত্রীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে জানিয়েছে উবের।
New Hopes New Visions
More Stories
বলিউডে পা রাখছেন শাহরুখ কন্যা ও অমিতাভের নাতি
পণ্ডিত শিবকুমার শর্মা প্রয়াত ভেঙে গেল ‘শিব-হরি’ জুটি
প্রথম শো -তেই সুপারহিট নাটক ” সঙ্গিনী “