নিজস্ব সংবাদদাতা : ‘প্রতি কয়েক মাসের মধ্যে বিভিন্ন জায়গায় নির্বাচন হচ্ছে এবং যাযে উন্নয়ন কর্মসূচি বিঘ্নিত হচ্ছে এবং সেটা আপনারা সবাই জানেন। তাই এক দেশ, এক ভোট নিয়ে গভীর সমীক্ষা করা উচিত।’ ৮০তম অল ইন্ডিয়া প্রিসাইডিং অফিসার্স কনফারেন্সে ভার্চুয়ালি অংশ নিয়ে ফের একবার এই দাবি তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন ‘এক দেশ, এক নির্বাচন’ প্রয়োজন, তার ব্যাখ্যা দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, সর্দার সরোবর ড্যাম তৈরির কাজ নির্বাচনের জন্যই আটকে গিয়েছিল। অতি গুরুত্বপূর্ণ কাজগুলি আটকে যাওয়ার অন্যতম কারণ বারবার কয়েক মাস পরপর নির্বাচন। তিনি নাম না করে কংগ্রেসের দিকে আঙুল তুলে বলেন, এই কাজগুলি আগেই শেষ হয়ে যেত যদি উন্নয়নকে প্রাধান্য দেওয়া হত। কিন্তু আগে যারা ছিল তারা সেটা হতে দেয়নি। তাঁর কথায়, ‘দেশের অগ্রগতির স্বার্থে, জাতির স্বার্থেই ‘এক দেশ এক ভোট’ জরুরি। একই ভোটার তালিকা তৈরি করে লোকসভা, বিধানসভা ও অন্যান্য ভোট করানো হলে একদিকে যেমন সময়ের সাশ্রয় হবে, তেমনই অর্থেরও অপচয় কম হবে। সেই সঙ্গে উন্নয়নের কাজও থমকে যাবে না। তাই এক দেশ, এক ভোট-এর বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবার সময় এসেছে।’ যদিও এই প্রস্তাব খারিজ করে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘দেশ তো আমাদেরও। স্বাধীনতার পর ৭৫ বছর কেটে গিয়েছে, আপনারা তো সবে এসেছেন। কেন একটাই ভোটের কথা বলা হচ্ছে? যা ইচ্ছা তাই করা যায় না।’
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল