নিজস্ব সংবাদদাতা : ট্রেনের টাইম টেবিল অথবা ট্রেনের যাত্রাপথ ও বর্তমান স্থিতি সম্পর্কে জানা যেত বিভিন্ন বেসরকারি অ্যাপ অথবা ওয়েবসাইট থেকে। আর এবার এই জায়গায় রেলের তরফ থেকে বলা হয়েছে ডিসেম্বর থেকে ‘জিরো বেসড’ টাইম টেবিল অনুযায়ী ট্রেন চলবে। ফলে বহু ট্রেনের সময় এগিয়ে আনা হতে পারে। আর এই নতুন সময়সূচী এখন থেকে যাত্রীরা খুব সহজেই জানতে পারবেন NTES App অথবা পূর্ব রেলের অফিশিয়াল ওয়েবসাইট https://er.indian railways.gov.in থেকে। NTES App-এর মাধ্যমে শুধু ট্রেনের টাইমটেবিল নয়, পাশাপাশি একাধিক সুবিধা রয়েছে। এই অ্যাপের মাধ্যমে ট্রেনের বর্তমান স্থিতি, বর্তমান স্টেশন সহ একাধিক পরিষেবা উঠাতে পারবেন যাত্রীরা। এর পাশাপাশি এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা জানতে পারবেন কোন নির্দিষ্ট স্টেশন থেকে কোন নির্দিষ্ট স্টেশনে যাওয়ার জন্য আগামী কয়েক ঘণ্টার মধ্যে কি কি ট্রেন রয়েছে। এখানেই শেষ নয়, আগামী দিনে কোন দিন কি ট্রেন রয়েছে তাও জানা যাবে এই অ্যাপের মাধ্যমে।বাতিল হওয়া ট্রেনের বিবরণ দেওয়ার পাশাপাশি এই অ্যাপ থেকে জানা যাবে কোন ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে কিনা। যাত্রী ঘাটতির কারণে ভারতীয় রেলের তরফ থেকে বেশকিছু ট্রেনের বেশকিছু স্টপেজ তুলে নেওয়া হয়েছে। আর এই সকল স্টপেজ তুলে নেওয়ার কারণে ট্রেনের গন্তব্যে পৌঁছনোর সময় অনেকটা কমেছে। যে কারণে ভারতীয় রেলের তরফ থেকে রেল দপ্তরে আরও গতি আনার জন্য বেশকিছু ট্রেনের সময়সীমাও পরিবর্তন করা হচ্ছে। আর এই সকল সময়সীমা পরিবর্তনের কারণে বিভ্রান্তির সম্মুখীন হতে হচ্ছে বহু যাত্রীদের। ইতিমধ্যেই বেশ কিছু যাত্রীকে ট্রেন মিস করার খবর শোনা গিয়েছে। আর এই সকল ঝামেলা থেকে যাত্রীদের রক্ষা করার জন্য ভারতীয় রেলের উপহার NTES App .
New Hopes New Visions
More Stories
সফল রক্তদান শিবির করে ফুল মার্ক্স্ নিয়ে পাস করলেন পৌরপিতা
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
রমরমিয়ে চলছে রাজ্য খাদি মেলা