মার্চ 24, 2023

Disha Shakti News

New Hopes New Visions

একদিনে আক্রান্ত ৯০০-র বেশি!


নিজস্ব সংবাদদাতা : করোনা সংক্রমণের হারে এখনও শীর্ষেই শহর কলকাতা। মোট আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ছাড়িয়েছে। একদিনে সংক্রামিত ৯১০ জন। করোনায় মৃত্যুও বেশি শহরে। ২ হাজারের বেশি। কলকাতার মতোই উত্তর ২৪ পরগনাতেও সংক্রমণের হার বেশি। আজকের হিসেব অনুযায়ী সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। হাওড়া ও হুগলিতেও সংক্রমণের কার্ভ কমেনি। উত্সবের মরসুমে চড়চড়িয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পঞ্চমী থেকেই সংক্রমণের কার্ভ বাড়ছিল। নবমীর সন্ধেয় স্বাস্থ্য দফতরের বুলেটিনে দেখা গেল, রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা ৪ হাজার ১২৭ জন। বাংলায় এখন কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ৭০১ জন। অন্যান্য জেলাগুলির মধ্যে, গত ২৪ ঘণ্টায় দার্জিলিং, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে করোনা আক্রান্ত ১০০-রও বেশি। নদিয়া, হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় একদিনে দুশো’রও বেশি করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যুর নিরিখে গত ২৪ ঘণ্টায়, দক্ষিণ ২৪ পরগনায় ৪, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদে ৩ জন করে মারা গিয়েছেন।চিন্তার কারণ হল, করোনা সক্রিয় রোগীর সংখ্যা। রাজ্যে এখন কোভিড অ্যাকটিভ রোগী ৩৭ হাজার ১৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ২০৭ জন। অ্যাকটিভ কেস কমে গেলে সংক্রমণের হারও কমবে বলে আশা করা যায়।

Share this News
error: Content is protected !!