নিজস্ব সংবাদদাতা : সোমবার সকাল থেকে কলকাতায় মেঘমুক্ত আকাশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি। জেলায় জেলায় তাপমাত্রার পারদ বেশ কিছুটা নিম্নমুখী। বেশ কিছু জেলায় জাঁকিয়ে শীত পড়েছে । রবিবারই পূর্বাভাস ছিল, সোমবার তা একেবারে মিলে গেল। নভেম্বরের শেষ সপ্তাহে পুরোদমে নেমে গেল শীত। সময়ের খানিকটা আগেই বঙ্গে শীতের আগমন। একলাফে ৪ ডিগ্রি তাপমাত্রা কমেছে কলকাতায়। শহরে পারদ এখন ১৫ ডিগ্রি সেলসিয়াসের কোঠায়। আগামী ৪৮ ঘণ্টা শীতের আমেজ এমন ভাবেই বজায় থাকবে রাজ্যে। শহরতলি এবং জেলায় জাঁকিয়ে শীত পড়বে আগামী কয়েকদিন। তবে শুক্রবার থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।কলকাতা-সহ বাকি সব জেলাতেই বাতাসে ছিল হাল্কা শিরশিরানি। আলিপুর জানিয়েছে, বাতাসে এখন জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৩৯ শতাংশ। আজ কলকাতার তাপমাত্রা ১৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে মৌসম ভবন জানিয়েছে, আজ থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়বে উত্তর-পশ্চিম ভারতে। আগামী বুধবার নাগাদ জম্মু কাশ্মীর, লাদাখ ও হিমাচল প্রদেশের বিভিন্ন অংশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর পাশাপাশি আরবসাগর ও বঙ্গোপসাগরের জোড়া ঘূর্ণিঝড়ের সতর্কতাও দিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ ও জম্মু কাশ্মীরের অনেক জায়গায় বরফ পড়তে শুরু করেছে। তাপমাত্রা কমছে রাজধানী দিল্লিতেও। কিছুদিন আগেই ইন্ডিয়ান মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট জানিয়েছিল আরও কমবে দিল্লির তাপমাত্রা। সেই পূর্বাভাস মিলিয়েই সোমবার ৬ ডিগ্রি সেলসিয়াসে নামল রাজধানীর তাপমাত্রা। নভেম্বর মাসে এই তাপমাত্রা ১৭ বছরে সবথেকে কম। অর্থাত্ ২০০৩ সালের পরে নভেম্বরে এত ঠান্ডা পড়েনি দিল্লিতে।
New Hopes New Visions
More Stories
দেবাশীষ কুমারকে পেয়ে অন্ধকারে আলোর দিশা পেলেন কাউন্সেলররা
বেহালার জাদুঘর হয়েছে আরও আকর্ষণীয়
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে