মার্চ 25, 2023

Disha Shakti News

New Hopes New Visions

একা সন্তানপালন করা পুরুষ সরকারি কর্মীরাও পাবেন ‘চাইল্ড কেয়ার লিভ’


নিজস্ব সংবাদদাতা : সরকারি কর্মীদের দক্ষতা বাড়ানো এবং সঠিকভাবে তা কাজে লাগানোর কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই কথা মাথায় রেখে সরকারি কর্মীদের জন্য বেশকিছু সংস্কার করলো কেন্দ্র। একা সন্তানপালন করা পুরুষ সরকারি কর্মীরা এবার শিশু পালনের জন্য ছুটি নিতে পারবেন। বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং -এর। শিশু যত্নের ছুটি কেবলমাত্র এমন কর্মীদেরই দেওয়া হবে যারা একক মা-বাবা অর্থাত্ যাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। কোনও বিধবা এমনকি অবিবাহিতও এই সুবিধা পাবেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন যে, বর্তমানে যে সকল কর্মচারীরা শিশু পালনে ছুটি বা চাইল্ড কেয়ার লিভ চান তাদের ইতিমধ্যে অনুমোদন দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, তিনি আরও বলেছেন যে, কর্মীরা সন্তানের যত্নের ছুটিতে থাকতে চান তিনি এই ছুটি ভ্রমণের ছাড় হিসেবেও পেতে পারেন। প্রথম বছরে পুরো বেতনের ছুটি শিশু যত্নের ছুটি হিসাবে ব্যবহার করা যেতে পারে। একই সময়ে, পাওনা ছুটির মাত্র ৮০ শতাংশ শিশু যত্নের জন্য ব্যবহার করা হবে। এখন যে কোনও সরকারি কর্মী প্রতিবন্ধী শিশুর যত্নের জন্য ‘চাইল্ড কেয়ার লিভ’ নিতে পারবেন। এর আগে সন্তানের সর্বোচ্চ বয়সসীমা ২২ বছর নির্ধারণ করা হয়েছিল। এই সিদ্ধান্তকে অভূতপূর্ব ও প্রগতিশীল উন্নতি হিসাবে বর্ণনা করে মন্ত্রী বলেছেন যে, এই ছুটি সরকারি কর্মীরা নিজেদের সুবিধামত নিতে পারবেন।

Share this News
error: Content is protected !!