নিজস্ব সংবাদদাতা : ২০২১কে পাখির চোখ করে বাংলায় দলের ব্লু-প্রিন্ট সাজাচ্ছেন অমিত শাহ নিজেই। রাজ্যে দুদিনের সফরে এসে দফায় দফায় বিভিন্ন জেলার কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করে ২০০ আসনের টার্গেট বেঁধে দিয়েছেন। রুদ্ধদ্বার বৈঠকে তিনি বার্তা দিয়েছে, শুধু তৃণমূলের ব্যর্থতার সমালোচনা না করে মোদির সাফল্যকে ভোটে প্রচারে তুলে ধরতে। তাই ভোটের রণকৌশল বাতলে দিতে দিলীপ ঘোষ, মুকুল রায়, অমিতাভ চক্রবর্তীদের দিল্লিতে ডেকে পাঠিয়েছেন বিজেপির সেকেন্ড ইন কমান্ড , এমনটাই মনে করছেন রাজনীতির কারবারিরা। গত ৬ তারিখ অমিত শাহ দু’দিনের সফর শেষ করে দিল্লি ফিরে গিয়েছেন , যাবার সময়ে দিলীপ ঘোষ, মুকুল রায়দের ৯ নভেম্বর দিল্লি যাওয়ার কথা বলেছিলেন। সেই মতো রবিবার রাতেই দিল্লি পৌঁছে গিয়েছেন দলের সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী। সোমবার যাচ্ছেন দিলীপ ঘোষ। সূত্রের খবর, জরুরি সাংগঠনিক বৈঠকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে মুকুল রায় ও দিলীপ ঘোষকে। দিল্লিতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে রাজ্য নেতৃত্বের বৈঠক হওয়ার কথা।২০২১ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য সংগঠনে আবার কোনও রদবদল বা কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে কিনা, তা নিয়ে রাজ্য বিজেপির অন্দরে চর্চা শুরু হয়েছে।যদিও বিষয়টি নিয়ে বেশি কিছু বলতে নারাজ বঙ্গ বিজেপি নেতৃত্ব। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, এটি সাংগঠনিক বৈঠক। অমিত শাহ নিজে থাকবেন কি না, জানা নেই। তবে সংগঠন নিয়ে কিছু পরিকল্পনা হবে।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন