ওয়েব ডেস্ক ::
চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। তিনি ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ
পুরো নাম বিপিন লক্ষণ রাওয়াত
জন্ম ১৬ই মার্চ ১৯৫৮ , উত্তরাখণ্ডের পাউরি-র সাঁইস গ্রামে জন্ম
বাবাও ছিলেন সৈনিক। দাদু কিষেণ সিং পাওয়ার ছিলেন উত্তরকাশীর বিধায়ক
প্রাথমিক পড়াশোনা দেরাদুনের বিখ্যাত ক্যামব্রিয়ান হল স্কুলে
এরপর ভর্তি হন সিমলার সেন্ট এডওয়ার্ডস স্কুলে
স্কুলের পাঠ শেষ করে ভর্তি হন ন্যাশনাল ডিফেন্স একাডেমী তে সেখানেও পাস করেন কৃতিত্বের সঙ্গে
স্কুলের পাঠ শেষ করে ভর্তি হন ন্যাশনাল ডিফেন্স একাডেমী তে। সেখানেও পাস করেন কৃতিত্বের সঙ্গে

এরপর ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে ভর্তি হন। এখানেও খুব ভাল রেজাল্ট হয় তাঁর
এরপর সুযোগ পান নিউজিল্যান্ডের ওয়েলিংটন এর ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজে
এরপর প্রশিক্ষণ নেন আমেরিকার ক্যানসাস-এ মার্কিন সেনার জেনারেল স্টাফ কলেজে
ডিফেন্স স্টাডিজে এম.ফিল করেছেন
পিএইচডি করেছেন মিলিটারি মিডিয়া স্ট্র্যাটেজিক স্টাডিজে
১৯৭৮ এ যোগ দেন সেনাবাহিনীতে
প্রথম পোস্টিং ছিল 11 গোর্খা রাইফেল ইউনিটে। এই ইউনিটেই সেনা জীবন শুরু করেছিলেন তাঁর বাবাও
উরি সেক্টর, এলএ সি- তে দক্ষতার সঙ্গে জঙ্গী মোকাবিলা করেছেন
জঙ্গি দমনে উল্লেখযোগ্য কাজ করেছেন নাগাল্যান্ডেও
রাষ্ট্রপুঞ্জের শান্তি বাহিনীর হয়ে দক্ষতার সঙ্গে কঙ্গোতে দায়িত্ব পালন করেছেন

১৯৮৭ তে ইন্দো-চীন সীমান্ত উত্তেজনার সময় নিজের অধীনস্থ ব্যাটেলিয়ান নিয়ে চীনা সেনার বিরুদ্ধে রুখে দাঁড়ান
২০১৬ জানুয়ারিতে ভারতীয় সেনার দক্ষিণাঞ্চল কম্যান্ডের প্রধান হন
ঐ বছরই ভাইস চিফ অফ আর্মি স্টাফ পদে উন্নীত হন
পাকিস্তানে ভারতীয় বিমানবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করেছিলেন তিনিই

2019 এ চিফ অফ ডিফেন্স স্টাফ পদে তাঁকে নির্বাচিত করা হয়। তিনি ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ
বীরত্ব ও জঙ্গি দমন অভিযানে সাফল্য – ইত্যাদি কারণে একাধিকবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন
তাঁর কৃতিত্ব এত বেশি যে মার্কিন সেনার জেনারেল স্টাফ কলেজের হল অফ ফেম-এ তাঁর নাম আছে
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
রমরমিয়ে চলছে রাজ্য খাদি মেলা
জমজমাট করেই শুরু হল রাজ্য খাদি মেলা