আগামী ১১ ই নভেম্বর , বুধবার থেকে সর্বসাধরণের জন্য শুরু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা ।
-: তার আগে একনজরে দেখে নিন ট্রেনের সময়সূচী ( প্রস্তাবিত ) :-
শিয়ালদহ – বারুইপুর লোকাল
বারুইপুর থেকে সময় – সকাল ৭:৫৮ , ৮:৫৬ , ৯:৫০ , দুপুর ১ টা , বিকেল ৪:০২
।
শিয়ালদহ থেকে সময় – সকাল ৭:০৮ , ১১:১৫ , বিকেল ৩:০২ , ৪:৫৬ , সন্ধ্যে ৭:২৪
–––
শিয়ালদহ – ডায়মন্ড হারবার লোকাল
ডায়মন্ড হারবার থেকে সময় – ৪:০০ , ৭:৪২ , ৯:১৫ , ১১:০২ , বিকেল ৪:৪৮ , সন্ধ্যে ৭:১০, ৮:০৭ , রাত ১০:১৫
।
বারুইপুর সময় – ৪:৪৮ , ৮:৩৩ , ১০:০৪ , ১১:৫৩ , বিকেল ৫:৩৭ , রাত ৮:০১ , ৮:৫৭ , ১১:০৪
।
শিয়ালদহ থেকে সময় – সকাল ৩:৫৪ , ৫:২৫ , ৭:২৫ , ৮:৫৭ ,৯:৫৭ , বিকেল ২:৫৫ , ৪:৪২ , সন্ধ্যে ৭:৪৫
–––
শিয়ালদহ – লক্ষিকান্তপুর / নামখানা লোকাল
লক্ষীকান্তপুর থেকে সময় – ভোর ৩:০০ , সকাল ৭:১০ , ১০:৩০ , দুপুর ১:৫৮ , রাত ৮:২০
।
নামখানা থেকে সময় – ভোর ৪:৩৭ , ৭:২৬ , বিকেল ৪:৩৩
।
বারুইপুরে সময় – ভোর ৪:০২ , ভোর ৬:৩২ ( সম্ভব্য ) , সকাল ৮:০৩ , ৯:২২ ( সম্ভব্য ) , ১১:২২ , বিকেল ২:৫০ , ৬:৩০ ,রাত ৯:০৬
।
শিয়ালদহ সময় – সকাল ৪:০০ , ৭:১৪ ,৮:১৫ , ১০:৩০ , বিকেল ৫:২৯ , ৬:১৫ , রাত ৯:৩০ , ১১:০৬
তবে এই সময়সূচী প্রস্তাবিত । চূড়ান্ত সময়সূচী এখনও প্রকাশের অপেক্ষায় ।
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন