নিজস্ব সংবাদদাতা : করোনার ভ্যাক্সিন না আসা পর্যন্ত এই মারণ ব্যাধির সঙ্গে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে । তবে নতুন বছরে নিউ নর্মালে সবকিছু ধীরে,ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলেও এখনও অনেক গুলি দিন মাক্স পরেই কাটাতে হবে আমাদের। হ্যাঁ করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধির নয়া গাইড লাইনে এমনটাই দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা ‘হু’এর। নয়া এই গাইড লাইনের নির্দেশিকায় ‘হু-য়ের’ তরফে জানানো হয়েছে যে, ‘এখনও কমেনি বিশ্বব্যাপী মহামারীর রেশ। ফলে সংক্রমণ এড়াতে অফিস কাছাড়ি, স্কুল, কলেজ এবং পাবলিক প্লেসে এখনও মাস্কের ব্যবহার বজায় রাখা আবশ্যিক। ছোটো-বড় এছাড়াও ১২ বছরের বেশি বয়সী বাচ্চাদেরও রাস্তাঘাটে স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় সতর্কতা বিধি মেনে চলা এবং মাক্স পরা বাধ্যতামূলক। ভ্যাক্সিন আবিস্কার এবং প্রত্যেকের কাছে যতদিন না পর্যন্ত তা পৌঁছচ্ছে ততদিন ছোটো বড় সবার জন্যই মাস্কের ব্যবহার বাধ্যতামূলক হওয়া উচিত। এতে সংক্রমণের ভয় কিছুটা হলেও কম থাকে। এছাড়াও বাইরের ধুলো বালি অন্যান্য জীবাণু একজনের থেকে অপর জনের শরীরে দ্রুত ছড়িয়ে পড়া রোধ করতে পারে।শুধু তাই নয়, মহামারীর এই সময়ে বাইরে থেকে আসা অতিথি বা বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প আড্ডা দেওয়ার সময় মাক্স পরে কথা বলা বাঞ্চনীয়। এছাড়াও যে সমস্ত জায়গায় ১মিটার বা তার বেশি সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয় সেই সব স্থানেও মাস্ক পরে কাজকর্ম করা উচিত বলে জানিয়েছেন ‘হু’ কর্তৃপক্ষ। বছর শেষ হতে হাতে গোনা আর মাএ কয়েকটা দিন বাকি। তারপরেই আসবে নতুন বছর ২০২১ সাল। কিন্তু বছর ঘুরতে চললেও পৃথিবীর বুক থেকে এখনও বিদায় নেয়নি করোনা। অদৃশ্য এই অতিমারীকে সঙ্গে নিয়ে এখনও চলতে হবে অনেকটা পথ। তাই সাবধানতা অবলম্বন করার দিকেই জোর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল