‘এটা আমার বা জো বিডেনের নয়, আমেরিকার আত্মা ও আমাদের লড়াই করার মানসিকতার জয়। এখন আমাদের অনেক কাজ করতে হবে। এবার সেগুলো শুরু করা যাক।’ ভারতীয় সময় শনিবার রাতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর টুইট করে একথা জানালেন কমলা হ্যারিস ।
ভোটগণনা শুরু হওয়ার পরেই এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে এবার ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হতে চলেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেন । ভারতীয় সময় শনিবার রাতে ফলাফল প্রকাশ হওয়ার পরেই টুইট করে দেশবাসীকে ধন্যবাদ জানান জো। তিনি লেখেন, ‘আমেরিকা, আমাদের মহান এই দেশের নেতৃত্ব দেওয়ার জন্য আমাকে বেছে নেওয়ায় গর্বিত বোধ করছি। আমাদের কাজ শক্ত হলেও আমি আপনাদের আশ্বস্ত করছি যে সবার প্রেসিডেন্ট হিসেবে কাজ করব। সে আপনি আমাকে ভোট দিন আর না দিন।’
প্রসঙ্গত উল্লেখ্য, ভাইস প্রেসিডেন্ট পদে বসে শনিবার আমেরিকায় নতুন এক ইতিহাসের সৃষ্টি করলেন ক্যালিফোর্নিয়ার ৫৬ বছরের সেনেটর কমলা। মার্কিন রাজনীতিতে নজির গড়ে এই প্রথম ভাইস প্রেসিডেন্ট পদে বসলেন কোনও কৃষ্ণাঙ্গ মহিলা।
মার্কিন মুলুকের নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে ছিল তামিলনাড়ুর থিরুভারুর জেলার পাইগানাডু গ্রামের বাসিন্দারাও। গ্রামের নাতনি কমলার জন্য মঙ্গলবার সকাল থেকেই গ্রামের ধর্মশাস্ত্র মন্দিরে শুরু হয়েছিল পুজো। তাঁদের সবার প্রার্থনা শেষ পর্যন্ত পূরণ করলেন ভগবান।
Report by Jayanto Chakravarty
Reported on – 08/11/2020
New Hopes New Visions
More Stories
দেবাশীষ কুমারকে পেয়ে অন্ধকারে আলোর দিশা পেলেন কাউন্সেলররা
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে
নিজাম থেকে এসএসকেএমে গেলেন কেষ্ট মন্ডল