নিজস্ব সংবাদদাতা : আগামী দিনে এটিএম মেশিন থেকে একসঙ্গে পাঁচ হাজার টাকার বেশি টাকা তুললে অতিরিক্ত চার্জ দিতে হবে গ্রাহকদের। জানা যাচ্ছে, পাঁচ হাজার টাকার বেশি তুললে প্রতিবার কম করে ২৪ টাকা অতিরিক্ত দিতে হবে গ্রাহকদের। ১০ লাখের কম জনবসতিপূর্ণ শহরগুলোতে এটিএম-এর মাধ্যমে লেনদেন বাড়ানোর দিকে নজর দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এখন একজন গ্রাহক প্রতি মাসে এটিএম থেকে পাঁচবার ফ্রি ট্রানজ্যাকশন করতে পারেন। কিন্তু ষষ্ঠবার এটিএম থেকে টাকা তুলতে গেলে তাঁকে অতিরিক্ত কুড়ি টাকা চার্জ দিতে হয়।রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সমীক্ষা বলছে, ছোট শহরে বাসিন্দারা এটিএম থেকে একবারে কম টাকা তোলেন। তাই ছোট ট্রানজাকশন ফ্রি হিসাবে রাখতে চাইছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দশ লাখের কম জনবসতিপূর্ণ মফস্বল বা শহরের বাসিন্দারা মাসে ছবার বিনামূল্যে এটিএম ট্রানজেকশন করতে পারবেন বলে জানা যাচ্ছে। এদিকে দেশের বিভিন্ন মেট্রো সিটির বাসিন্দারা মাসে তিনবার বিনামূল্যে এটিএম মেশিন থেকে টাকা তুলতে পারবেন। চতুর্থবার টাকা তুলতে গেলে অতিরিক্ত চার্জ দিতে হবে তাঁদের।রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটিএম শুল্কের সমীক্ষার জন্য একটি কমিটি গঠন করেছিল। সেই কমিটি সারা দেশে সমীক্ষা চালানোর পর রিপোর্ট জমা দিয়েছে। আর তাই আট বছর পর এটিএম শুল্ক নিয়মে একাধিক বদল করতে পারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল