নিজস্ব সংবাদদাতা : গ্যাস কাটার দিয়ে এটিএম কেটে লক্ষাধিক টাকা লুঠের অভিযোগ। ঘটনাটি ঘটেছে তিলজলা থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে।তিলজলা থানা এলাকার সিএন রায় রোডে অ্যাক্সিস ব্যাঙ্কের একটি এটিএম কিয়স্কে আগুন জ্বলতে দেখে পুলিশ ও দমকলকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। দমকলের ১টি ইঞ্জিন এসে আগুন নেভানোর পর দেখা যায়, এটিএম মেশিনের পিছনের অংশ গ্যাস কাটার দিয়ে কাটা। ব্যাঙ্ক কর্তৃপক্ষকে পুলিশ ঘটনার কথা জানায়। প্রাথমিকভাবে পুলিশ তদন্ত শুরু করে। খবর পেয়ে দুপুরে ওই বেসরকারি ব্যংকের আধিকারিকরা ঘটনাস্থলে যান। তাঁদের দাবি, ওই এটিএম যন্ত্রটি ভাঙা হয়েছে। খোয়া গিয়েছে ১৩ লক্ষ টাকা। তাঁদের অভিযোগের ভিত্তিতে অভিযোগ দায়ের হয়। জানা গিয়েছে, তিন বা তার থেকে বেশি সংখ্যক দুষ্কৃতী একটি গাড়ি করে তিলজলার ওই এটিএমে আসে। তাদের কাছে ছিল গ্যাস সিলিন্ডার ও লোহা কাটার যন্ত্র। ওই সময় ওই এটিএম কাউন্টারে নিরাপত্তারক্ষী ছিলেন না। প্রথমে মুখ ঢেকে ভিতরে ঢুকে তারা সিসিটিভি ক্যামেরা নষ্ট করে দেয়। পুলিশের ধারণা, গ্যাস দিয়ে কাটার সময়ই যন্ত্রে আগুন ধরে যায়। যদিও পালানোর সময় প্রমাণ লোপাট করতে তারা এটিএমে আগুন ধরিয়ে দিয়েছিল কি না, সেই তদন্তও করা হচ্ছে। ঘটনাস্থলে যেতে পারেন ফরেনসিক বিশেষজ্ঞরাও।
New Hopes New Visions
More Stories
সফল রক্তদান শিবির করে ফুল মার্ক্স্ নিয়ে পাস করলেন পৌরপিতা
প্রতিভার সন্ধানে এবার দুই বাংলা
বেহালায় সকাল সকাল দুয়ারে হাজির মেয়র