একনজরে সরকারি নির্দেশিকা-
(১) দুর্গাপুজোর প্যান্ডেল রাখতে হবে খোলামেলা৷ মণ্ডপে প্রবেশ এবং বের হওয়ার পথ আলাদা রাখতে হবে৷
(২) দর্শনার্থী এবং মণ্ডপ চত্বরে থাকা প্রত্যেকের মাস্ক পরা বাধ্যতামূলক৷
(৩) মণ্ডপ ও সংলগ্ন এলাকায় স্যানিটাইজার রাখতে হবে৷
(৪) ছোট ছোট ভাগে অঞ্জলি, প্রসাদ বিতরণ এবং সিঁদুর খেলার আয়োজন করতে হবে৷
(৫)পুজো মণ্ডপ চত্বরে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না৷
(৬)পুজোর পুরস্কার দেওয়ার জন্য বেশি সংখ্যায় বিচারকদের পুজো মণ্ডপে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না।
অন্যদিকে পুরোহিতদের হাতে ভাতার টাকা তুলে দিতে শনিবার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। ভাতা ছাড়াও বাংলা আবাস যোজনা প্রকল্পে বাড়িও পাবেন পুরোহিতরা। জানা গিয়েছে, দু’টি ক্ষেত্রে আবেদন জমা দেওয়ার সম্পূর্ণ গাইড লাইন স্থির হবে বৈঠকে।নবান্ন সূত্রে খবর, এই বৈঠকেই আবেদন গ্রহণের দিন ঠিক হবে।
সম্প্রতি, পুরোহিতদের জন্য ভাতা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছে পুজোর মাস থেকে ১,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। সেইসঙ্গে যে পুরোহিতদের বাড়ি নেই, তাঁদের বাংলা আবাস যোজনার আওতায় ঘর দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।
Reported on – 10th October 2020
More Stories
জমজমাট সমকালীন সংস্কৃতির মোহনামুখী নাট্যউৎসব
বড়দিনে সেজে উঠল এলগিন রোড
নন্দনে চলছে ৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব