নিজস্ব সংবাদদাতা : সব বুথ ফেরত সমীক্ষা ওলট পালট করে দিয়ে বিহারে এনডিএ জোটের জয় হয়েছে।এনডিএ-র বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করেছে মহাজোট। কিন্তু অবশেষে ১২৫ টি আসন পেয়ে বিহার জয় করেছে এনডিএ। তবে একক দল হিসেবে সবচেয়ে বেশি আসন পেয়েছে আরজেডি। তাঁদের ঝুলিতে রয়েছে মোট ৭৫ টি আসন।বিরোধী মহাজোটে ভালো ফল করেছে বাম দলেরাও। এবার বাম শিবিরে ছিল তিন বাম দল সিপিআই(এম-এল), সিপিআই ও সিপিআইএম। মহাজোটের পক্ষ থেকে ২৯ টি আসনে প্রার্থী দিয়েছিল বামেরা। তাঁর মধ্যে জয় এসেছে ১৬ টিতে। অর্থাত্ অর্ধেকের বেশি আসনেই জয়ী হয়েছে বাম শিবির।কংগ্রেস বিহারে লড়েছিল ৭০ টি আসনে। কিন্তু সেখান থেকে জয় তুলে আনতে পেরেছে মাত্র ১৯ টিতে। যা কিনা যথেষ্ট ধাক্কা দিয়েছে মহাজোটকে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বিহার জয়ে নীতীশ ক্যারিশ্মা কাজ করেনি। একা মোদি ম্যাজিকেই জয় এসেছে এনডিএ জোটের। জেডিইউ-র ভোটকে ছাপিয়ে গিয়েছে বিজেপির ভোট। প্রথম থেকেই নীতীশের মুখ্যমন্ত্রী পদ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। যদিও বিজেপি জানিয়ে দেয় নীতীশ হবেন তাঁদের মুখ্যমন্ত্রী। কিন্তু আগের মতো সেই জোর থাকবে তো নীতীশের? এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।২০১৩ সালে ১৭ বছরের জোট ভেঙে এনডিএ ছেড়েছিল জেডিইউ। রাজনৈতিক পর্যবেক্ষকরা অনেকেই তখন বলেছিলেন, বিহারে যেভাবে বিজেপি এতদিন নীতীশকে এগিয়ে দিয়ে নিজেরা ইচ্ছাকৃতভাবে ব্যাকফুটে থেকেছে, তাতে রাজ্যে দলের সম্ভাবনার পায়ে নিজেরাই কুঠারাঘাত করেছে তারা। এখন জেডিইউয়ের হাত ছেড়ে তারা স্বাধীনভাবে এগোবে, আর জোটের বাধ্যবাধকতা থাকবে না। ২০১৫-র বিধানসভা ভোটে জেডিইউ আরজেডির হাত ধরে, বিজেপি ছিল এলজেপির সঙ্গে। কিন্তু ভোটের ফলে দেখা যায়, বিজেপি জোট পিছিয়ে পড়েছে, ক্ষমতায় আসে জেডিইউ-আরজেডি জোট। কিন্তু ২ বছরের মাথায় আরজেডির হাত ছেড়ে ফের এনডিএতে ফিরে আসেন নীতীশ।তখন থেকে বিহারের এনডিএতে নীতীশই শেষ কথা। তাঁর দাবি মেনে রাজ্যে পুরনো শরিক এলজেপির হাত ছেড়েছে বিজেপি। এবারের ভোটের ফল বলছে, নীতীশ পিছিয়ে পড়েছেন, বিহারে সব থেকে বড় শক্তি হিসেবে উঠে এসেছে বিজেপি।কৈলাস বিজয়বর্গীয় তাত্পের্যপূর্ণভাবে ইতিমধ্যেই বলেছেন, নরেন্দ্র মোদির ভাবমূর্তি তাঁদের ভোটে জিতিয়েছে।বিহারে গভীর রাতে নির্বাচন কমিশন এনডিএ-র নিশ্চিত জয় ঘোষণা করতেই মঙ্গলবার গভীর রাতে বিজেপি নেতা কর্মীদের টুইট করে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বিহারের মানুষদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। গভীর রাতে করা টুইটে প্রধানমন্ত্রী লেখেন “জনতা জনার্দনের আশীর্বাদে বিহারে আরো একবার গণতন্ত্রের জয় হলো। বিহারের বিজেপি ও এনডিএ শরিকদের সমস্ত কর্মীদের আমি অভিনন্দন জানাই তাদের এহেন লড়াই আমাকে অভিভূত করেছে। আমি সমস্ত কার্য কর্তাদের অভিনন্দন জানিয়ে বিহারের মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল