নিজস্ব সংবাদদাতা : করোনাকালে উত্তরপ্রদেশের হাথরসে এক দলিত তরুণীর উপর পাশবিক নির্যাতন গোটা দেশকে নাড়া দিয়েছিল। হাথরসে দলিত তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে উচ্চবর্ণের কয়েকজন যুবকের বিরুদ্ধে। নিন্দার ঝড় উঠেছিল দেশজুড়ে। যোগী আদিত্যনাথের সরকারকে কাঠগড়ায় তুলে প্রতিবাদের সুর চড়িয়েছিল বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি।উত্তরপ্রদেশ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। অস্বস্তি এড়াতে হাথরসে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয় যোগী প্রশাসন। রাজনৈতিক নেতাদেরও হাথরস যাওয়ার পথে আটকানো হয়। সম্প্রতি দলের কর্মসূচিতে যোগ দিয়ে হাথরসের নির্যাতিতাকে সীতার সঙ্গে তুলনা করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ”রাবণের বদলে রামচন্দ্রের চ্যালারা সীতা দেবীকে অপহরণ করতেন তাঁর অবস্থাও নাকি হাথরসের নির্যাতিতার মত হত।” কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সেই ভিডিও দ্রুত ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এই ইস্যুতেই এবার শ্রীরামপুরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ভারতীয় জনতা যুব মোর্চা নামে একটি সংগঠন। ভারতীয় জনতা যুব মোর্চার সদস্য আশিস জয়সওয়াল কল্যাণের বিরুদ্ধে হাওড়ার গোলাবাড়ি পুলিশ স্টেশনে এই এফআইআর দায়ের করেছেন। হাওড়া জেলা মৈথিলি সমাজও কল্যাণের কাছে ক্ষমা চাওয়ার দাবি করেছে। তারা জানিয়েছে, যদি তৃণমূল সাংসদ ক্ষমা না চান, তবে তাদের সদস্যরা তাঁর বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন শুরু করবেন। মৈথিলি সমাজ বলেছে, যে ভাবে কল্যাণ সীতা মা সম্পর্কে মন্তব্য করেছেন, তা মহিলাদের পক্ষে অপমানজনক। এফআইআর দায়ের করার পর আশিস বলেছেন,’সীতা মায়ের সম্পর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, তাতে হিন্দুদের ধর্মীয় অনুভূতি আঘাতপ্রাপ্ত হয়েছে, তাই তিনি তাঁর বিরুদ্ধে আইনের দ্বারস্থ হয়েছেন। কল্যাণের মন্তব্যে বাঙালিরা আহত হয়েছেন। আমি চাই, তিনি ক্ষমা প্রার্থনা করুন।’
Report by web desk
Reported on – 11/01/2021
More Stories
বলিউডে পা রাখছেন শাহরুখ কন্যা ও অমিতাভের নাতি
পণ্ডিত শিবকুমার শর্মা প্রয়াত ভেঙে গেল ‘শিব-হরি’ জুটি
১৮ বছর পরেও নেই কোনও খোঁজ , কোথায় গেল ” নোবেল ” চুপ সিবিআই