নিজস্ব সংবাদদাতা : করোনা মহামারীর প্রভাব পুজোর পর এবার কবিতা উৎসবেও।নিউ নর্মালের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করছে মানুষ। তাই এবছর ভার্চুয়াল মাধ্যমেই হতে চলেছে চেয়ার পোয়েট্রি ইভনিং- কলকাতার আন্তর্জাতিক পোয়েট্রি ফেস্টিভাল। বিগত ২ বছর কলকাতায় সফল ভাবে পালিত হয়েছিল এই আন্তর্জাতিক কবিতা উত্সব।ইংল্যান্ড, ইটালি, আমেরিকা, ইজরায়েল, নেদারল্যান্ডস, এস্টোনিয়া, ম্যাকেডোনিয়া-সহ বিভিন্ন দেশের বিশিষ্ট কবিরা চেয়ার পোয়েট্রি ইভনিং-এ অংশ নেবেন অনলাইন মাধ্যমেই । আগামী ১ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত চলবে আন্তর্জাতিক কবিতা উত্সব।টানা পাঁচদিন চেয়ার পোয়েট্রির ফেসবুক ও ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিমিং হবে এই অনুষ্ঠান। উত্সবের সূচনা হবে গায়ক প্রাজ্ঞ দত্তের গানের সঙ্গে। প্রতিদিন সঞ্চালনা করবেন কবি সর্বজিত্ গরছা, অশ্বনী কুমার, সাইমা আফরিন এবং সুনীল ভান্ডারি। কবিতা ও আন্তর্জাতিক সাহিত্য সম্পর্কিত নানা রকমের আলোচনা থাকবে। বুকার পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক বেন ওকরি, পুলিত্জার প্রাপ্ত কবি বিজয় শেশাদ্রি, পদ্মশ্রী সম্মানে ভূষিত কেকি দারুওয়ালা, অশোক বাজপেয়ীয়ের মতো বিশিষ্ট ব্যক্তিত্বএই উত্সবে অনলাইনের মাধ্যমে উপস্থিত থাকবেন। ভারত থেকে এছাড়াও অংশ নেবেন নীলেশ রঘুবংশী, নবীনা দাস, গণেশ ভিসপুতে, মনোহর শেট্টি, ক্রিস্টিনা ডেভিস, বিভাস রায়চৌধুরী, প্রবাল কুমার বসু, নিলিম কুমার, এজে থমাস এবং প্রিয়া সারুক্কাই ছাবরিয়া।
Reported on – 02/11/2020
More Stories
সফল রক্তদান শিবির করে ফুল মার্ক্স্ নিয়ে পাস করলেন পৌরপিতা
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
রমরমিয়ে চলছে রাজ্য খাদি মেলা