ওয়েব ডেস্ক :
নিলামের পর নতুন দু’টি নাম যুক্ত হল আইপিএলের সঙ্গে। আগামী মরশুম থেকে পুরনো আটটি দলের সঙ্গে খেলবে আহমেদাবাদ এবং লখনউ।
এদিন দীর্ঘক্ষণ বিডিং চলে। যাতে CVC ক্যাপিটালস জিতে নেয় আহমেদাবাদ। আর অন্যদিকে লখনউ দলের মালিকানা পেয়ে গেলেন RPSG অর্থাৎ সঞ্জীব গোয়েঙ্কার সংস্থা। জানা গিয়েছে, ৭০৯০ কোটির বিনিময়ে উত্তরপ্রদেশের রাজধানী লখনউ দল কিনে নিল গোয়েঙ্কার কোম্পানি। এর আগে তাঁর দল রাইজিং পুণে সুপারজায়ান্ট পুণে আইপিএলে অংশ নিয়েছিল। অন্যদিকে CVC ক্যাপিটালস ৫২০০ কোটি দিয়ে পেল আহমেদাবাদকে। আগামী মরশুমে ১০টি দল খেলবে মোট ৭৪টি ম্যাচ।

নতুন দু’টি দলের জন্য গত ৩১ আগস্ট দরপত্র আহ্বান করে ভারতীয় বোর্ড । বোর্ডের তরফে জানানো হয়, আইপিএলের নতুন দলের জন্য দরপত্র জমা দিতে প্রথমে বোর্ডের কাছ থেকে ১০ লক্ষ টাকা খরচ করে ‘ইনভিটেশন টু টেন্ডার’ অর্থাৎ দরপত্র জমা দেওয়ার আমন্ত্রণপত্র কিনতে হবে। আইপিএলের দল কেনার জন্য বোর্ড ন্যূনতম ২০০০ কোটি টাকা মূল্য নির্ধারণ করে দেয়। সেই সঙ্গে শর্ত রাখা হয়েছে, যে সংস্থাগুলি আইপিএলে দল কিনতে আগ্রহী তাঁদের ন্যূনতম সম্পত্তির মূল্য হতে হবে ৩ হাজার কোটি। সেই সংস্থার কর্ণধারের সম্পত্তির মূল্য হতে হবে আড়াই হাজার কোটি।
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
রমরমিয়ে চলছে রাজ্য খাদি মেলা
শীতের ঠান্ডায় গরমাগরম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট