নিজস্ব সংবাদদাতা : এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বিশ্ব চ্যাম্পিয়ন ফর্মুলা ওয়ান রেসার লুইস হ্যামিল্টন। ফলে সপ্তাহান্তে বাহারিনের সাখির গ্রাঁ পিক্সে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে ফর্মুলা ওয়ানের গভর্নিং বডি এফআইএ। জানানো হয়েছে যে লুইসকে আইসোলেশনে পাঠানো হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেও জানানো হয়েছে। বিশ্ব চ্যাম্পিয়ন ট্র্যাকে নামতে না পারায় টিম মার্সেডিজ প্রবল চাপে সেকথা আর বলার অপেক্ষা রাখে না। এককালে ম্যাকলারেন সংস্থার হয়ে রেস করা এই ইংরেজ ইতিমধ্যেই ফর্মুলা ওয়ানের জগতে কিংবদন্তি। মাইকেল শুমাখারের সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ সাতবার ওয়র্ল্ড ড্রাইভার্স চ্যাম্পিয়নশিপ খেতাব জিতেছেন লুইস। বর্তমান চালকদের মধ্যে প্রায় সমস্ত বিভাগে অন্যদের চেয়ে বহু যোজন এগিয়ে তিনি। গত রবিবারেই বাহরিন গ্রাঁ পিক্সে জিতে শুমাখারের রেকর্ড স্পর্শ করেছিলেন তিনি। সাখির গ্রাঁ পিক্সে জিতে রেকর্ড একার দখলে করার আগেই করোনার থাবা। বাহারিনে গ্রাঁ পিক্স শুরু হওয়ার আগে নিয়মমাফিক কোভিড টেস্ট করা হয়েছিল লুইস হ্যামিলটনের। সেখানেই তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। এর আগে ৩ বার পরীক্ষা করে হলেও তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু ৪ ডিসেম্বর ট্র্যাকে নামার আগে তাঁর রিপোর্ট পজিটিভ আসায় আর নামা হচ্ছে না লুইসের।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
বিরাটের জন্য আবেগঘন পোস্ট অনুষ্কার
একেই বলে ‘লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’