বিধানসভা নির্বাচনের আগে প্রত্যেক রাজ্যবাসীর কাছে পৌঁছনোর জন্য ‘দুয়ারে সরকার’ কর্মসূচি শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে মিলেছে ব্যাপক সাফল্য। এবার ‘পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচির কথা ঘোষণা করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।বোলপুরের প্রশাসনিক বৈঠকে এই নতুন কর্মসূচির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। খুব বড় প্রকল্প নয়, কিন্তু ছোট ছোট সমস্যার ‘পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচির মাধ্যমে সুরাহা করা হবে। ঠিক কীভাবে এই কর্মসূচির মাধ্যমে প্রত্যেকের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া হবে, তার বিস্তারিত ব্যাখ্যা দেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, কখনও কখনও কোনও স্কুলে ক্লাসরুমের দাবি থাকে। কিংবা এলাকায় শৌচালয়ের দাবি থাকে। আবার কোনও এলাকায় পাইপ পৌঁছলেও জলের পরিষেবা অমিল। কিংবা গ্রামাঞ্চলে হাসপাতাল থাকলেও অ্যাম্বুল্যান্সের অভাবে পরিষেবা থেকে বঞ্চিত হন বহু মানুষ। কোনও কোনও এলাকায় কালভার্ট তৈরি না হওয়ার ফলেও মানুষের মনে ক্ষোভ সঞ্চার হয়। সেই সমস্ত ছোট ছোট সমস্যার সমাধান নয়া এই প্রকল্পের মাধ্যমে করা হবে। মূলত মিউনিসিপ্যালিটির বকেয়া কাজই ‘পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচির মাধ্যমে করা হবে।ইতিমধ্যেই ১০ হাজার দরখাস্ত জমা পড়েছে। আগামী ২ ফেব্রুয়ারি থেকে নয়া এই কর্মসূচি নেওয়া হবে। চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। দেড় মাসের মধ্যে সমস্যা সমাধানের প্রাথমিক পর্যায়ের কাজ কমপক্ষে শুরু করা হবে বলেই লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসী যথেষ্ট উপকৃত হবেন বলেই আশা সকলের।
Report by রাহুল গুপ্ত
Reported on – 29/12/2020
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন