নিজস্ব সংবাদদাতা : কোভিড পরবর্তী পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর জন্য এমবিবিএস কোর্সে বেশ কিছু বদল হচ্ছে। কোর্সের সময়সীমা সাড়ে পাঁচ বছর থেকে কমিয়ে সাড়ে চার বছর করার প্রস্তাব দিল আয়ুশ মন্ত্রী শ্রীপদ ইয়েসো নায়েকের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের মন্ত্রীর প্যানেল। এই সাড়ে বছরের মধ্যে থাকবে এক বছরের ইন্টার্নশিপ। তা ছাড়া, এমবিবিএস ডিগ্রি দেওয়ার আগে ছাত্রদের বাধ্যতামূলক দু’ বছরের জন্য গ্রামীণ এলাকায় পোস্টিংয়ের কথাও বলা হয়েছে এই প্রস্তাবনায়। স্বাস্থ্যক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বদল আনার সুযোগ করে দিয়েছে বর্তমান কোভিড সমস্যা। এও বলা হয়েছে, প্রাথমিক স্বাস্থ্যসেবায় দক্ষতা, স্বচ্ছতা এবং কার্যকারিতা আনতে একা সরকারি স্বাস্থ্যবিমা ব্যবস্থা যথেষ্ট নয়। প্রস্তাবনায় বলা হয়েছে, এমবিবিএস ডিগ্রির সময়সীমা কমানোর দরকার এবং বেশি পরিমাণ জ্ঞানলাভের থেকে হাতেকলমে কাজ করার গুণগত মান বাড়ানোর সময় এসেছে। বর্তমানে বাড়তে থাকা রোগের বোঝার মোকাবিলা করতে পাঠক্রমেও সংশোধন দরকার বলে উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে। ভবিষ্যতে কাজে লাগবে না এমন শিক্ষার বোঝা চাপানোর ওপর জোর দেওয়া হয়েছে। এক সর্বভারতীয় সংবাদপত্রের সাহায্যে তৈরি রিপোর্ট সরকারের দরবারে জমা দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, অশ্বিনীকুমার চৌবে, রতনলাল কাটারিয়া এবং দেবশ্রী চৌধুরী। ‘কনভারটিং অ্যাডভারসিটি ইনটু অপরচুনিটি টু স্ট্রেংদেন হেলথকেয়ার ইন ইনফ্রাস্ট্রাকচার ইন পোস্ট-কোভিড১৯ ইন্ডিয়া’ শীর্ষক রিপোর্টে উক্ত বিষয়গুলির উল্লেখ করা হয় ।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন