নিজস্ব সংবাদদাতা : এশিয়ার সেরা ছ’জন ব্যক্তিত্বের মধ্যে জায়গা করে নিলেন ভারতের সেরাম ইনস্টিটিউটের চিফ একজিকিউটিভ অফিসার আদর পুনাওয়ালা। ভারতের বৃহত্তম শুধু নয় বিশ্বের অন্যতম বড় ভ্যাকসিন নির্মাতা সংস্থা সেরাম ইনস্টিটিউট। ভ্যাকসিন গবেষণা ও তার ট্রায়ালের যথাযথ পদক্ষেপ মেনেই এতদিন এগিয়েছে সেরাম। কোভিশিল্ড টিকাতে তাই মানুষের বিশ্বাসযোগ্যতাও বেড়েছে। আর সেই সঙ্গেই সেরাম সিইও আদর পুনাওয়ালার জনপ্রিয়তাও বেড়েছে। ভারতে তৈরি করোনার টিকাগুলির মধ্যে এখনও এগিয়ে সেরামই। ১৯৬৬ সালে সেরাম ইনস্টিটিউটের প্রতিষ্ঠা করেন আদরের বাবা সাইরাস পুনাওয়ালা। ২০০১ সালে সেরামের চিফ একজিকিউটিভ পদে যোগ দেন আদর। যে কোনও সংক্রামক রোগের ভ্যাকসিনই তৈরি হয় সেরামে। প্রতি বছর ১০০ কোটিরও বেশি ডোজ তৈরি হয়। টিকার ডোজ উত্পাদনের নিরিখে এখনও অবধি সেরামই বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন নির্মাতা সংস্থা। করোনা কালে জনপ্রিয়তা শুধু নয়, অতিমহারারী ঠেকাতে অগ্রনী ভূমিকা নিয়েছেন যাঁরা, তাঁদের মধ্যে সামনের সারিতেই নাম রয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউটের চিফ একজিকিউটিভ অফিসার আদর পুনাওয়ালার। এশিয়ার সেরা পাঁচে প্রথমে আছেন চিনের গবেষক ঝ্যাং ইয়ংঝেন। তিনি ও তাঁর টিম প্রথম সার্স-কভ-২ ভাইরাসের জিনোম সিকুয়েন্স অর্থাত্ জিনের গঠন বিন্যাস সামনে এনেছিলেন। দ্বিতীয়ে চিনের মেজর জেনারেল চেন ওয়েই। তৃতীয় ও চতুর্থে যথাক্রমে জাপানের ডাক্তার রুইচি মোরিশিতা এবং সিঙ্গাপুরের গবেষক ওই এং ইয়ং। করোনার ভ্যাকসিন তৈরিতে অগ্রনী ভূমিকা আছে এঁদের। পাঁচ নম্বরে রয়েছেন দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ী সেও জুং-জিন। করোনা চিকিত্সার যাবতীয় ওষুধপত্র সারা বিশ্বে পৌঁছে দিতে বিশেষ ভূমিকা নিয়েছে সেও-র সংস্থা।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল